প্রিমিয়ার লিগে কে কোন দলে: এবার শক্তিশালী মোহামেডানও
সেই ২০০৯-১০ মৌসুমের পর ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা আর ওঠেনি তাদের হাতে। ২০১৩ থেকে লিস্ট এ মর্যাদা পাওয়ার পর পাঁচ মৌসুমে শিরোপার লড়াই দূরে থাক, শীর্ষ চারেই থাকতে পেরেছে মাত্র একবার। গত মৌসুমেও সপ্তম হয়ে শেষ করেছে লিগ। এবার কী করবে তা সময়ই বলে দেবে, তবে আজ হোটেল সোনারগাঁতে ওয়ালটন প্রিমিয়ার লিগ ২০১৮-১৯ এর ড্রাফটের পর কাগজে কলমে অন্তত লড়াই করার মতো দল পেয়েছে মোহামেডান। জাতীয় দলের লিটন দাস, শফিউল ইসলামদের সঙ্গে গতবার লিগে পাঁচটি সেঞ্চুরি করা মোহাম্মদ আশরাফুলও আছেন। সোহাগ গাজী, আবদুল মজিদ, রকিবুলদের মতো অভিজ্ঞদের সঙ্গে আছেন কাজী অনীকের মতো তরুণরা।
আবাহনী অবশ্য খাতার হিসেবে তারপরও এগিয়ে অনেকটাই। মাশরাফি, মোসাদ্দেক, শান্তরা আচগে থেকেই ছিলেন, আজ ড্রাফটে দলে এসেছেন রুবেল, মিরাজ, মিঠুনও। আজ অবশ্য ১০ জনকে নিয়েছে আবাহনী, বাকিদের টুর্নামেন্ট শুরুর আগে নিতে পারে ড্রাফট থেকে।
লড়াই করার মতো দল গড়েছে গত বারের রানার আপ লিজেন্ডস অব রূপগঞ্জও। আজ ড্রাফট থেকে দলে নিয়েছে মুমিনুল হককে। বড় মুখদের মধ্যে প্রাইম ব্যাংক দলে নিয়েছে এনামুল হক বিজয়কে। গাজী গ্রুপ এবারের বিপিএলে আলো ছড়ানো দুই দেশী ব্যাটসম্যান শামসুর রহমান ও রনি তালুকদারকে নিয়ে ভালো একটা দল গড়েছে। আর শাইনপুকুর দলে নিয়েছে সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমানকে। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার জন্য মোস্তাফিজকে পাওয়া যেতে পারে শেষের দিকের কিছু ম্যাচে। তেমনি শেখ জামাল মাহমুদউল্লাহকে নিলেও মোস্তাফিজের মতো ৬ এপ্রিলের আগে তাঁকে পাওয়া যাবে না।
এক নজরে কে কোন দলে
আবাহনী : মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন, জহুরুল ইসলাম অমি, মেহেদী হাসান মিরাজ, দেলোয়ার হোসেন, টিপু সুলতান, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন
শেখ জামাল ধানমণ্ডি : জিয়াউর রহমান , নুরুল হাসান সোহান , তানবীর হায়দার, নাসির হোসেন, মোহাম্মদ ইলিয়াস, শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, তাইজুল ইসলাম, ফারদীন হাসান অনি, মাহমুদউল্লাহ, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, মিনহাজুল আবেদীন আফ্রিদি
লিজেন্ডস অব রূপগঞ্জ : নাঈম ইসলাম , নাঈম শেখ , আসিফ হাসান, মুমিনুল হক, জাকির আলী অনীক, মোহাম্মদ শহীদ, শাহরিয়ার নাফীস, নাবিল সামাদ, আসিফ আহমেদ রাতুল, আজমির আহমেদ, শুভাশীষ রায়, মুক্তার আলী, মিনহাজুর রহমান মহন্না, সালাউদ্দিন পাপ্পু
প্রাইম দোলেশ্বর: ফরহাদ রেজা , মার্শাল আইয়ুব , আরাফাত সানি, তাইবুর রহমান, সাইফ হাসান, সৈকত আলী, মাহমুদুল হাসান লিমন, আবু জায়েদ রাহী, মোহাম্মদ জসিম উদ্দিন, এনামুল জুনিয়র, ফরহাদ হোসেন, আরাফাত সানি জুনিয়র
খেলাঘর: রবিউল ইসলাম রবি , মাহিদুল ইসলাম অঙ্কন , তানভীর ইসলাম, রবিউল হক, মইনুল ইসলাম সোহেল, অমিত মজুমদার, মাসুম খান, রাফসান আল মাহমুদ, নাজিম উদ্দিন।
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ইমরুল কায়েস , মাহেদী হাসান , আবু হায়দার রনি, রনি তালুকদার, শামসুর রহমান শুভ, মোশাররফ হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আল আমিন, রায়হান উদ্দিন, শামসুল ইসলাম অনীক, মেহেদী হাসান রানা, তাসামুল হক রুবেল, ওয়ালিউল করিম্রনি
মোহামেডান: রকিবুল হাসান, কাজি অনীক ইসলাম, ইরফান শুক্কুর, আবদুল মজিদ, শফিউল ইসলাম, নিহাদ উজ জামান, নাদিফ চৌধুরী, সোহাগ গাজী, অভিষেক মিত্র, লিটন দাস, আলাউদ্দিন বাবু, রাহাতুল ফেরদৌস, মোহাম্মদ আশরাফুল, মোহাম্মদ আজিম, মোহাম্মদ নুরুজ্জামান
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : আরিফুল হক , জাকির হাসান , মোহাম্মদ আল আমিন, এনামুল হক বিজয়, অলক কাপালি, আবদুর রাজ্জাক, নাহিদুল ইসলাম, মোহর শেখ, আল আমিন হোসেন, মনির হোসেন খান, সালমান হোসেন ইমন, নুর আলম সাদ্দা, ইমরান আলী
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : শুভাগত হোম, আফিফ হোসেন , তৌহিদ হৃদয়, সৌম্য সরকার, সোহরাওয়ার্দী শুভ, ধীমান ঘোষ, শরিফুল ইসলাম, মোহাম্মদ রকিব, সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম অনীক
ব্রাদার্স ইউনিয়ন : জুনায়েদ সিদ্দিক , মিজানুর রহমান , ইয়াসির আলি চৌধুরী, ফজলে রাব্বি মাহমুদ, মোহাম্মদ শরিফুল্লাহ, নাঈম ইসলাম জুনিয়র, এবাদত হোসেন চৌধুরী, হামিদুজ্জামান হিমেল, আশিকুজ্জামান আশিক, হাবিবুর রহমান জনি
উত্তরা স্পোর্টিং: নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুকিদুল ইসলাম, শাকির হোসেন শুভ্র, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, শেখ হুমায়ুন, মোহাইমিনুল খান
বিকেএসপিঃ শামীম পাটোয়ারি, আকবর আলী, পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, মুখতার ইসলাম। সুমন খান, আমিনুল ইসলাম বিপ্লব, রাতুল খান, আবদুল কাইয়ুম, হাসান মুরাদ, নওশাদ ইকবাল