ম্যাচ হারলে দর্শকের টিকেটের টাকা ফেরত!
এই মৌসুমে তাঁরা জিতেছে মাত্র তিন ম্যাচ। অবনমনের শঙ্কায় থাকা রাশিয়ান ক্লাব এফসি উফার খেলা দেখতে খুব বেশি মাঠে আসতে আগ্রহী নন সমর্থকরা। গত কয়েক ম্যাচে তাই উফার অলিমান স্টেডিয়াম ছিল অনেকটাই ফাঁকা। দর্শক টানতে এবার অভিনব পদ্ধতিই বেছে নিয়েছে ক্লাবটি। উফার পক্ষ থেকে বলা হয়েছে, ডায়নামো মস্কোর বিপক্ষে যদি তাঁরা হেরে যায়, তাহলে উপস্থিত সব দর্শকের টিকেটের টাকা ফেরত দেওয়া হবে। শুধু তাই নয়, তাদের দেওয়া হবে পরের ম্যাচের ফ্রি টিকেট ও খাবারও!
আগামী ৩ মার্চ অলিমান স্টেডিয়ামে ডায়নামো মস্কোর বিপক্ষে মাঠে নামবে উফা। সেদিন যেন মাঠে কমপক্ষে দশ হাজার উফা সমর্থক খেলা দেখতে আসে, সেটাই ক্লাবের পরিচালক শামিল গাজিজভের মূল লক্ষ্য। কিন্তু দলের যে ফর্ম, তাতে পয়েন্ট তালিকার ওপরের দিকে থাকা ডায়নামোর বিপক্ষে জয় পাওয়া মোটেও সহজ হবে না। দলের হার অনেকটা নিশ্চিত জেনেও কি মাঠে আসবেন ভক্তরা?
গাজিজভ উফা সমর্থকদের আশ্বস্ত করেছেন, তাঁরা ম্যাচটা যেভাবেই কোন জিতবেন। আর যদি হেরেও যান, তাও তাদের টিকেটের টাকা ফেরত দেওয়া হবে, ‘যদি আমরা হেরে যাই, সবাইকে তাদের টিকেটের টাকা ফিরিয়ে দেবো। সাথে পরের ম্যাচের টিকেটও বিনামূল্যে দেওয়া হবে। আমাদের দল এই ম্যাচে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। সমর্থকরাও যেন আমাদের ওপর ভরসা রাখেন, এটাই চাই।’
সমর্থকদের জন্য আরও বেশ কিছু আয়োজন করেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। খেলা শুরুর আগে হবে বিশাল এক ভোজ, হবে সাংস্কৃতিক অনুষ্ঠানও! যদি উফা জিতে যায়, তাহলে আতশবাজিও ফোটানো হবে বড় আকারে।
এতো আয়োজনের পরেও শেষ পর্যন্ত মাঠে আসেন কিনা উফার সমর্থকরা, সেটা জানা যাবে ৩ মার্চ রাতেই।