যুক্তরাষ্ট্রের জার্সিতে মাদার তেরেসা-মালালাদের নাম!
কারো জার্সিতে লেখা মাদার তেরেসা, কারো জার্সিতে সেরেনা উইলিয়ামস, কারো বা 'হ্যারি পটার' খ্যাত জে কে রাওলিং। ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র প্রমীলা ফুটবল দলের ম্যাচে কাল যুক্তরাষ্ট্রের ফুটবলারদের জার্সি পেছনে ছিল না নিজেদের নাম। ‘শি-বিলিভস কাপের’ গ্রুপ পর্বের ম্যাচে যুক্তরাষ্ট্রের ফুটবলাররা সম্মান জানালেন নিজেদের জীবনে অনুপ্রেরণা জোগানো বিখ্যাত নারীদের। সবাই খেলতে নেমেছিলেন সেই নারীদের নামের জার্সি পরেই।
ম্যাচের আগেই দলের ২৩ জনকে বলা হয়েছিল, অনুপ্রেরণাদায়ী কোন নারীর নাম তাঁরা জার্সির পেছনে দিতে চান। যুক্তরাষ্ট্রের সবাই নিজ নিজ পছন্দের বিখ্যাত ব্যক্তিদের নাম দিয়েছেন। সেভাবেই প্রস্তুত করা হয় ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বিশেষ জার্সি। ম্যাচের আগে অফিসিয়াল টুইটারেও জানিয়ে দেওয়া হয়, ইংল্যান্ডের বিপক্ষে এই বিশেষ জার্সিই পরবেন যুক্তরাষ্ট্রের মেয়েরা।
মিডফিল্ডার রোজ লাভেলে পরেছেন হ্যারি পটারের স্রস্টা জে কে রাওলিংয়ের নামের জার্সি। ম্যাককল জেরবোনির জার্সিতে ছিল মাদার তেরেসার নাম। ডিফেন্ডার অ্যাবি ডালকেম্পার পরেছেন অভিনেত্রী জেনিফার লরেন্সের নামের জার্সি।
এছাড়াও ফুটবলারদের গায়ে ছিল টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, মিয়া হ্যাম, মালালা ইউসুফযাইদের মতো বিখ্যাত নারীদের নাম। যুক্তরাষ্ট্রের ফুটবল দলের সবাই বলছেন, জার্সিতে থাকা নারীরা জীবনের বিভিন্ন সময় তাদের অনুপ্রেরণা জুগিয়েছেন বলেই তাঁরা আজকের অবস্থানে আছেন।
জার্সিতে নিজের নাম নেই, এরকম ঘটনা আগেও ঘটেছে ক্রীড়াঙ্গনে। ভারত, বার্সেলোনা ও রাজশাহী কিংসের খেলোয়াড়রা তাদের জার্সিতে মায়ের নাম লিখে মাঠে নেমেছিলেন।
যুক্তরাষ্ট্র-ইংল্যান্ড ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে।