• " />

     

    স্মিথ এবার কোচ

    স্মিথ এবার কোচ    

    ৬ মার্চ স্টিভ স্মিথ থাকবেন সাদারল্যান্ডের ডাগ-আউটে। আগের ম্যাচের মতোই নিতে থাকবেন নোট। ফক্স ক্রিকেট ন্যাশনাল প্রিমিয়ার টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেছে সাদারল্যান্ড, ‘ফাইনাল’ দিনে এখন অপেক্ষা শেষ দুই ম্যাচ জিতে শিরোপা হাতে নেওয়া। মাঠে ফিরতে এখনও দেরি আছে স্মিথের, তবে তার আগেই তিনি ফিরেছেন কোচ হিসেবে। 

     

     

    বল-টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ থাকা স্মিথ খেলতে পারেননি রাজ্য ক্রিকেটও, এ সময়ে খেলেছিলেন সাদারল্যান্ডের হয়েই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে পাওয়া কনুইয়ের চোটের কারণে আপাতত মাঠের বাইরে তিনি, তবে বাইরে থেকেও ঠিক বাইরে নেই। আপাতত কোচিং করাচ্ছেন সাদারল্যান্ডকে। 

    সাদারল্যান্ডের তারকা-সান্নিধ্য অবশ্য শুধু স্মিথকে দিয়েই শেষ নয়, এ দলের সঙ্গে যুক্ত সাবেক অধিনায়ক স্টিভ ওয়াহ ও তার স্ত্রী লাইনেটও। তাদের ছেলে অস্টিন ওয়াহ খেলেন এ ক্লাবেই। 

    ৬ তারিখের সেমিফাইনালে স্মিথের দল মুখোমুখি হবে ভিক্টোরিয়া ক্লাব কার্লটনের, অন্য সেমিফাইনালে প্রতিপক্ষ পার্থের মেলভাইল ক্লাব ও ইউনিভার্সিটি অফ কুইনসল্যান্ড। ৬ তারিখ বিকেলেই হবে প্রথমবারের মতো হওয়া এ টুর্নামেন্টের ফাইনাল। 

    স্মিথের নিষেধাজ্ঞা শেষ হবে ২৮ মার্চ, অস্ত্রোপচারের পর সম্প্রতি নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছেন তিনি, তবে আড়াআড়ি কোনও শট খেলতে পারেননি এখনও। বোলিং বা ফিল্ডিংয়ের জন্যও ফিট হননি। 

    বিশ্বকাপ বা অ্যাশেজের আগেও অবশ্য স্মিথ ফিরবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, আইপিএলে। বল-টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তাকে নিষিদ্ধ করার পর আইপিএলের শেষ মৌসুমেও তাকে নিষিদ্ধ করেছিল বিসিসিআই। 

    অবশ্য স্মিথের মতোই বিপিএলে চোট পাওয়া ডেভিড ওয়ার্নার ফিরছেন ক্রিকেটে। তিনিও গিয়েছেন কনুইয়ের অস্ত্রোপচারের মধ্য দিয়ে, আপাতত সিডনির প্রিমিয়ার ক্রিকেটে তিনি ফিরবেন র‍্যান্ডউইক-পিটারশ্যামের হয়ে। স্মিথের মতো তিনিও এখনও অবশ্য শতভাগ ফিট হননি ফিল্ডিংয়ের জন্য।