• " />

     

    ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফুটবল মাঠে!

    ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েও ফুটবল মাঠে!    

    অরলান্ডো প্রাইডের অনুশীলন গ্রাউন্ডে সেদিন যারা উপস্থিত ছিলেন, সিডনি লেরক্সকে দেখে নিশ্চিতভাবেই কিছুটা চমকেই উঠেছিলেন। ছয় মাসের অন্তঃসত্ত্বা নারী যদি ফুটবল খেলতে মাঠে নামেন, অবাক হওয়াটাই হয়ত স্বাভাবিক! যুক্তরাষ্ট্রের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড লেরক্স অরলান্ডোর হয়ে অনুশীলনে ফিরেছেন গর্ভকালীন অবস্থাতেই।

     

     

    গত বছরটা খুব ভালো কাটেনি লেরক্সের, হারিয়েছিলেন গর্ভে থাকা সন্তানকে। ওই সময় শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া লেরক্স বেশ কয়েক মাসের জন্য খেলা থেকে দূরেই ছিলেন। সেই সময়ের কথা এখনো দুঃস্বপ্নের মতো তাড়া করে তাকে, ‘ওই সময়ের ব্যথা ও কষ্ট কখনোই ভুলতে পারবো না। বিছানায় শুয়ে ভাবতাম, মানসিক যন্ত্রণাই হয়ত আমাকে মেরে ফেলবে! সন্তান হারানোর কষ্টটা কত তীব্র, সেটা কাউকে বোঝাতে পারব না।’

    সেই দুঃসময় কাটিয়ে আবার গর্ভবতী হয়েছেন লেরক্স। গত কয়েক সপ্তাহ অনুশীলনও করেননি ক্লাবের সাথে। আগামী মৌসুমকে সামনে রেখে শুরু হয়েছে অরলান্ডোর অনুশীলন। গতকাল ২৮ বছর বয়সী লেরক্স ইনস্টাগ্রামে অনুশীলনের সময়ের ছবি দিয়ে বলেছেন, ‘কখনোই ভাবিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়েও অনুশীলন করব!’

    লেরক্সের এমন ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে প্রশংসার বন্যা। অনেকেই বলছেন, তিনি সব নারীদের ‘গর্ব’। অনেকে তাকে ‘কিংবদন্তি’ বলেও আখ্যায়িত করছেন।

    অনুশীলনে নামলেও নিজের স্বাস্থ্যের দিকে সবসময়ই বিশেষ খেয়াল রাখছেন লেরক্স, ‘কারো সাথে ধাক্কা যেন না লাগে, এমনভাবেই অনুশীলন করছি। বল নিয়ে দৌড়ানো, কিক করার মাঝেই সীমাবদ্ধ থাকছি। খুব জোরে অবশ্য দৌড়াচ্ছি না। এছাড়া বল যেন আমার শরীরে না লাগে সেই সাবধানতা তো আছেই।’

    আগামী ৪ জুলাই লেরক্সের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার কথা।