আসছে স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের মিলিত টি-টোয়েন্টি লিগ
স্কটল্যান্ড, নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে নিয়ে নতুন একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট হতে যাচ্ছে এ বছরের আগস্ট থেকে। তিনটি দেশের দুইটি করে মোট ছয়টি ফ্র্যাঞ্চাইজিভিত্তিক দল খেলবে এ টুর্নামেন্টে। আইসিসির পরামর্শও পেয়ে গেছে তারা।
এই প্রথমবার একাধিক দেশকে নিয়ে হচ্ছে এমন টুর্নামেন্ট। এর আগে অবশ্য হয়েছিল চ্যাম্পিয়নস লিগ- তবে সেটা ছিল ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টগুলোরই সীমিতসংখ্যক দল নিয়ে। পরে বন্ধও হয়ে গিয়েছিল সেটি।
ইউরোপিয়ান এ টুর্নামেন্টের ফরম্যাটও ঠিক হয়ে গেছে এরই মাঝে। ৩০ আগস্ট থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত হবে মোট ৩৩টি ম্যাচ, দুইটি সেমিফাইনাল ও ফাইনালসহ। প্রতিটি ফ্র্যাঞ্চাইজিতে কমপক্ষে নয়জন স্থানীয় ক্রিকেটার থাকতে হবে, বিদেশী ক্রিকেটার থাকতে পারবে সর্বোচ্চ সাতজন। আর প্রতি একাদশে কমপক্ষে ছয়জন স্থানীয় ক্রিকেটারকে খেলাতেই হবে।
জিএস হোল্ডিং ও উড এন্টারটেইনমেন্ট নামে দুইটি কোম্পানির সঙ্গে ১০ বছর মেয়াদি চুক্তি হয়েছে টুর্নামেন্ট কমিটির। তারা বিশ্বজুড়ে সম্প্রচার করবে এ টুর্নামেন্ট।
ক্রিকেট স্কটল্যান্ডের প্রধান নির্বাহী ম্যালকম ক্যানন বলেছেন, “জাতীয় দলে মেধাবিদের উন্নতিতে উচ্চমানসম্পন্ন দলগুলোর সঙ্গে বেশি ম্যাচ খেলার সুযোগ ক্রিকেট স্কটল্যান্ড সবসময়ই খুঁজে এসেছে। আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে ছয় দলের ইউরোপিয়ান টুর্নামেন্টের প্রস্তাবনা স্কটিশ ক্রিকেটারদের উন্নতির দারুণ একটা সুযোগ।”
প্রথমবারের মতো আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের ১১তম স্থানে উঠে আসা স্কটল্যান্ডের জন্য এ টুর্নামেন্ট দারুণ এক সময়ে বলেও মন্তব্য করেছেন তিনি। স্কটল্যান্ডের হয়ে যে দুটি দল খেলবে, সেগুলো হবে গ্লাসগো ও এডিনবরা ভিত্তিক।
নিজের উচ্ছ্বাস জানিয়েছেন ক্রিকেট আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী ওয়ারেন ডিউট্রোমও, “আমরা খুবই উচ্ছ্বসিত, ১৮ মাসের পরিকল্পনা সফল হচ্ছে বলে।”