• " />

     

    নিহতদের স্মরণে গোল উদযাপনে নিউজিল্যান্ড স্ট্রাইকারের 'সেজদা'

    নিহতদের স্মরণে গোল উদযাপনে নিউজিল্যান্ড স্ট্রাইকারের 'সেজদা'    

    ক্রাইস্টচার্চের মসজিদে ঢুকে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন ৫০ জন। এমন হামলায় শোকের ছায়া নেমে এসেছে পুরো নিউজিল্যান্ডে, উঠেছে প্রতিবাদের ঝড়ও। সন্ত্রাসী হামলার ওই ঘটনার 'প্রতিবাদ' এবার দেখা গেল ফুটবল মাঠেও। অস্ট্রেলিয়ান এ লিগের ম্যাচে গোল করার পর সেজদা দিয়ে নিহতদের আত্মার প্রতি সম্মান জানিয়েছেন কিউই ফুটবলার কস্তা বারবারোসেস। 

    অস্ট্রেলিয়ান এ লিগের ম্যাচে কাল মুখোমুখি হয়েছিল মেলবোর্ন ভিক্টরি ও ব্রিসবেন রোয়ার। ম্যাচের ২৪ মিনিটে প্রথম গোল করেন নিউজিল্যান্ড স্ট্রাইকার বারবারোসেস। গোলের পরপরই সাইডলাইনের দিকে এগিয়ে গিয়ে মুসলমানদের মতো সেজদা দেন তিনি। ম্যাচে আরেকটি গোল করেছেন তিনি, শেষ পর্যন্ত তার দল জেতে ২-১ ব্যবধানে।

     

    মুসলিম না হয়েও কেন সেজদা দিলেন? বারবারোসেস ম্যাচের পর বলেছেন, নিহতদের জন্যই তার এই উদযাপন, ‘ওই ঘটনায় আমি খুবই ব্যথিত। নিউজিল্যান্ডের সবার জন্যই ব্যাপারটা আবেগের। হয়ত আমার এই উদযাপন খুব একটা বড় কিছু নয়। তবে তাদের স্মরণে কিছু একটা করতে পেরেছি এটাই বা কম কী?’

     

     

    ২৯ বছর বয়সী বারবারোসেস এমন উদযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন। অনেকেই লিখেছেন, মুসলিম না হয়েও যেভাবে সেজদা দিয়ে উদযাপন করেছেন বারবারোসেস, সেটার জন্য পুরো মুসলিম বিশ্ব তাকে দীর্ঘদিন মনে রাখবে।