আনুষ্ঠানিকভাবে জার্সি বিক্রি শুরু করবে বিসিবি
বাংলাদেশ জাতীয় দলের জার্সির অফিসিয়াল রেপ্লিকা এতোদিন পর্যন্ত পাওয়া যেত না কোথাও। এবার সেই উদ্যোগ নিয়েছে বিসিবি, প্রথম বারের মতো বাংলাদেশ দলের অফিসিয়াল জার্সি পাওয়া যাবে সামনের মাস থেকে। বিসিবির সঙ্গে যৌথভাবে উদ্যোগ নিয়েছে জার্সি বিক্রয়কারী প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ। আপাতত চুক্তিটা এক বছরের।
আজ মিরপুরে এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী, বিপণণ কর্মকর্তা সাইফুল আমিন ও স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের স্বত্তাধিকারী মাহতাব সেন্টু। সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, এই জার্সি কবে থেকে কোথাও পাওয়া যাবে এবং দাম কী হবে। এ নিয়ে পরিষ্কার করে কিছু বলেনি বিসিবি। শুধু জানিয়েছে, আপাতত প্র্যাকটিস জার্সি বা অন্য কিছু নয়, বাংলাদেশের ক্রিকেট দলের মূল জার্সির রেপ্লিকা আনা হবে। মূলত বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে অনুমতি ছাড়া কেউ যেন অফিসিয়াল জার্সি বিক্রি করতে না পারে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনির দৃষ্টি আকর্ষণ করেছেন বিসিবির প্রধান নির্বাহী।