• " />

     

    জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর

    জাতীয় ক্রিকেটে চ্যাম্পিয়ন দিনাজপুর    

    জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে দিনাজপুর জেলা। কক্সবাজারের ফাইনালে ময়মনসিংহ জেলাকে চার উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই শিরোপা জিতেছে দিনাজপুর। এর আগে ২০১৩-১৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।  

    প্রথমে ব্যাটিং করে ৩৮.৪ ওভারে ১২৮ রানে অল-আউট হয়ে গিয়েছিল ময়মনসিংহ। সর্বোচ্চ ৩৮ রান করেছিলেন পাঁচে নামা মুসাদ্দেক হোসেন। দিনাজপুরের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন আশরাফুল আফরোজ ও নবীন ইসলাম। 


    জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের রোল অফ অনার, শেষ ১০ মৌসুম

    ২০১৮-১৯ দিনাজপুর 
    ২০১৭-১৮ রাজশাহী 
    ২০১৬-১৭ পাবনা 
    ২০১৫-১৬ খুলনা 
    ২০১৪-১৫ যশোর
    ২০১৩-১৪ দিনাজপুর 
    ২০১২-১৩ নারায়নগঞ্জ 
    ২০১১-১২ খুলনা 
    ২০১০-১১ রাজশাহী 
    ২০০৯-১০ খুলনা 


    জবাবে ২৯.২ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে গেছে দিনাজপুর। সর্বোচ্চ ৪৬ রান করেছেন পাঁচে নামা অধিনায়ক আরিফ রেজা, ওপেনার প্রত্যয় কুন্ডু করেছেন ১৭ রান। ময়মনসিংহের হয়ে ৩টি উইকেট নিয়েছেন গাজী সোহেল। 

     

     

    অলরাউন্ড পারফরম্যান্সের কারণে ফাইনালে ম্যাচসেরা হয়েছেন দিনাজপুরের আরিফ। আর টুর্নামেন্টে ১৫৪ রান ও ৯ উইকেট নিয়ে সেরা ক্রিকেটার হয়েছেন ময়মনসিংহের আসাদুজ্জামান প্রিন্স।