• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    তিন বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৯০ এর ভেতর বাংলাদেশ

    তিন বছর পর ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৯০ এর ভেতর বাংলাদেশ    

    সেই ২০১৬ সালে র‍্যাঙ্কিংয়ে ১৯০ এর ভেতরে ছিল বাংলাদেশ। এরপর নামতে নামতে ১৯৭ এর ঘরেও চলে গিয়েছিল। সেখান  থেকে গত বছর উঠে এসেছে ১৯২ নম্বরে। এবার আরেকটু এগুল, নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে আবার ১৯০ এর ভেতর ঢুকেছে বাংলাদেশ। চার ধাপ এগিয়ে এসেছে ১৮৮ নম্বরে।

    নতুন প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি এসেছে কম্বোডিয়ার সঙ্গে জয়ের কল্যাণে। গত মার্চে কম্বোডিয়াকে তাদের মাটিতে গিয়ে হারিয়ে এসেছিল ১-০ গোলে। সেটারই সুফল পেয়েছে নতুন র‍্যাঙ্কিংয়ে। এরপর এএফসি বাছাইপর্বে অনূর্ধ্ব ২৩ দল অবশ্য দারুণ লড়াই করেছে হেরেছে বাহরাইন ও ফিলিস্তিনের কাছে, হারিয়েছে শ্রীলঙ্কাকে। একটু একটু করে হলেও আবার এগুচ্ছে বাংলাদেশের ফুটবল।

     

     

    নতুন প্রকাশিত র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিন অবশ্য অপরিবর্তিতই আছে। আগের মতোই শীর্ষে আছে বেলজিয়াম। দুইয়ে আছে ফ্রান্স, তিনে ব্রাজিল। এক ধাপ এগিয়ে চারে এসেছে ইংল্যান্ড। শীর্ষ দশের এর পরের দলগুলো ক্রোয়েশিয়া, উরুগুয়ে, পর্তুগাল, সুইজারল্যান্ড, স্পেন ও ডেনমার্ক। আর্জেন্টিনা আগের মতোই আছে ১১ নম্বরে, তিন ধাপ এগিয়ে ১৩ নম্বরে উঠে এসেছে জার্মানি। নেদারল্যান্ডস দুই ধাপ পিছিয়ে নেমে গেছে ১৬ নম্বরে।