প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের জাতীয় চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুল
চট্টগ্রাম বিভাগের চ্যাম্পিয়ন কুমিল্লা হাই স্কুলের শিরোপা জয়ের মধ্য দিয়ে পর্দা নামলো প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের ২০১৮-১৯ আসরের। মঙ্গলবার জাতীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে বগুড়ার পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজকে ৩ উইকেটে হারিয়েছে কুমিল্লা হাই স্কুল। রংপুর ক্রিকেট গার্ডেনে অনুষ্ঠিত শিরোপা নিস্পত্তির শেষ ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ১১১ রানে গুটিয়ে যায় বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। প্রায় ২০ ওভার আর ৩ উইকেট হাতে রেখে জয় নিশ্চিত করে কুমিল্লা হাই স্কুল।
টস জিতে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের গেল আসরের চ্যাম্পিয়ন বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে মাহফুজ। রিফাত ১৬ ও আরাফাতের ১২ ছাড়া আর কেউ বলার মতো স্কোর পায়নি। ২টি করে উইকেট নেয় সাব্বির আলম আর আতিকুর রহমান। ছোট সংগ্রহ তাড়া করতে নেমে শুরুতেই সাকিবকে হারায় কুমিল্লা হাই স্কুল। কিন্তু, ওয়ানডাউনে নামা আবু বকরের ৩৮ বলে ৪৯ রানের ইনিংসে জয়ের ভীত পায় তারা। ৬ বাউন্ডারির পাশাপাশি ৬ ছক্কা হাঁকায় আবু বকর। এরপর মাহফুজ-আরাফাত তড়িঘড়ি ৫ উইকেট তুলে নিলে বিপাকে পড়ে চট্টগ্রাম প্রতিনিধিরা। কিন্তু, আতিকুরের হার না মানা ১৬ রানের ইনিংসে প্রথম অংশগ্রহণেই শিরোপা জিতে কুমিল্লা হাই স্কুল। মাহফুজ ৩ আর আরাফাত নেয় ২ উইকেট। ম্যাচ সেরা হয় আবু বকর। ২৫৩ রানের পাশাপাশি ২৬ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরার পুরষ্কার পায় কুমিল্লা হাই স্কুলের সাব্বির আলম। আসরের সবচেয়ে বেশি উইকেটও সাব্বিরের। ৩০৫ রান তুলে আসরের সেরা ব্যাটসম্যান সিলেটের পিডিবি হাই স্কুল।
ফাইনাল শেষে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন, রংপুর বিভাগীয় কমিশনার ও রংপুর বিভাগ ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ জয়নুল বারী, রংপুর জেলা প্রশাসক ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি এনামুল হাবীব। বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র পরিচালক, রংপুর জেলা ও রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ারুল ইসলাম, প্রাইম ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম রাব্বানি । উপস্থিত থাকবেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি, প্রাইম ব্যাংক লিমিটেড, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থা ও রংপুর জেলা ক্রীড়া সংস্থার উর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি’র ব্যবস্থাপনা ও প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবারকার আসরে অংশ নেয় সারা দেশের ৫৫৮ স্কুলের ১১ হাজার ১২০ ক্ষুদে ক্রিকেটার। দেশের বিভিন্ন ভেণ্যুতে এবার অনুষ্ঠিত হয়েছে ৯৫৮ ম্যাচ আর জাতীয় চ্যাম্পিয়নশিপে হয় ৭ ম্যাচ। ক্রিকেটারদের অংশগ্রহণ ও ম্যাচের সংখ্যার বিচারে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেট আসর। গেলো চার বছর ধরে দেশের তৃনমূল ক্রিকেটের উন্নয়নে জাতীয় স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করছে প্রাইম ব্যাংক লিমিটেড।