• " />

     

    ওয়ানডে স্ট্যাটাস পেল যুক্তরাষ্ট্র ও ওমান

    ওয়ানডে স্ট্যাটাস পেল যুক্তরাষ্ট্র ও ওমান    

    বিশ্ব ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের সেরা চারে থাকতে হবে ওয়ানডে স্ট্যাটাসের জন্য। এমন লক্ষ্যে মাঠে নেমে প্রথম ম্যাচটা হার দিয়েই শুরু হয়েছিল তাদের। পরের দুই ম্যাচ জিতে অবশ্য ওয়ানডে স্ট্যাটাসের দিকের অনেকটাই এগিয়ে গিয়েছিল যুক্তরাষ্ট্র। হংকংয়ের বিপক্ষে ৮৪ রানের জয়ে সেই স্বপ্নের ওয়ানডে স্ট্যাটাস পেল যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের এমন জয়ে বড় ভূমিকা ছিল সাবেক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার জাভিয়ের মার্শালের। প্রথমে ব্যাটিংয়ে নেমে যুক্তরাষ্ট্রকে বড় স্কোরের ভিত গড়ে দেয় তাঁর সেঞ্চুরিই। মার্শালকে দারুণ সঙ্গ দিয়েছেন স্টিভেন টেইলর। দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ১৮৫ রান, যা যুক্তরাষ্ট্রের হয়ে দ্বিতীয় উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ।

    মার্শাল সেঞ্চুরি করলেও ১২ রানের জন্য সেঞ্চুরি পাওয়া হয়নি টেইলরের। টেইলর আউট হয়েছেন ৯৫ বলে ৮৮ রান করে। শেষ পড়ন্ত ৮ উইকেটে ২৮০ রানের স্কোর দাড় করায় যুক্তরাষ্ট্র।  জবাবে নির্ধারিত ৫০ ওভারে হংকং তোলে ৭ উইকেটে ১৯৬ রান। ৮৪ রানে জিতে ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করে যুক্তরাষ্ট্র।

    যুক্তরাষ্ট্রের মতো ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে ওমানও। নামিবিয়াকে চার উইকেটে হারিয়েছ তাঁরা। বিশ্ব ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগের পয়েন্ট তালিকার প্রথম চার দল পাবে ওয়ানডে স্ট্যাটাস, খেলবে লিগের প্রথম বিভাগে। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ওমান ও ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা যুক্তরাষ্ট্র তাই ওয়ানডে স্ট্যাটাস নিশ্চিত করলো।

     

     

    যুক্তরাষ্ট্র শেষবার ওয়ানডে খেলেছিল ২০০৪ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে। সেবার আইসিসির সিক্স নেশন টুর্নামেন্টে জয়ী হয়ে চ্যাম্পিয়নস ট্রফিতে সুযোগ পেয়েছিল তাঁরা। সেবার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের কাছে দুটি ম্যাচে হারে যুক্তরাষ্ট্র।