• " />

     

    বাতিল হলো পাকিস্তান অ-১৯ দলের শ্রীলঙ্কা সফর

    বাতিল হলো পাকিস্তান অ-১৯ দলের শ্রীলঙ্কা সফর    

    বাতিল করা হয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের শ্রীলঙ্কা সফর। ইস্টার সানডের দিন সিরিজ বোমা হামলার পর বর্তমান পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট। সেই বোমা হামলাল্য নিহত হয়েছেন কমপক্ষে ২৫০ জন মানুষ। 

    ক্রিকইনফোকে এসএলসির পক্ষ থেকে জানানো হয়েছে, “এই সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এটা এসএলসির নেওয়া সিদ্ধান্ত, আমরা কোনও সুযোগ নিতে চাই না।” পিসিবি অবশ্য পরিস্থিতি বিবেচনা করছে, এ সফরের ব্যাপারে নিজেদের দরজা খোলাও রেখেছে তারা। 

     

     

    এ সফরে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে দুটি চার দিনের ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের। ৩০ তারিখ কলম্বোতে যাওয়ার কথা ছিল তাদের, এরপর ম্যাচগুলো হতো গল ও হাম্বানটোটায়। 

    ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কার টিম বাসের ওপর সন্ত্রাসী হামলা হয়েছিল, এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট মোটামুটি নির্বাসিত পাকিস্তান থেকে। তবে জিম্বাবুয়ে ও বিশ্ব একাদশ- দুটি দলের পাকিস্তান সফর তাদেরকে আশাবাদি করে তুলেছিল। এরপর এসএলসি পাকিস্তান সফরের ব্যাপারে ‘সবুজ সঙ্কেত’ দিয়েছে এমন কথা উঠলেও সেটা নাকচ করে দিয়েছে শ্রীলঙ্কা।