• " />

     

    এইচপি দলে প্রিমিয়ার লিগে আলো ছড়ানো তরুণরা

    এইচপি দলে প্রিমিয়ার লিগে আলো ছড়ানো তরুণরা    

    বেশ কিছু নতুন মুখ এবার প্রিমিয়ার লিগে আলো ছড়িয়েছেন। তাঁদের অনেকেই ডাক পেয়েছেন সামনের এক মৌসুমের জন্য বিসিবির এইচপি দলে। আগের দলের সাইফ হাসানদের সঙ্গে এবার জায়গা পেয়েছেন সুমহন খান, মিনহাজুল আবেদীন আফ্রিদিদের মতো নতুনরা।

     

     

    ১৮ মে থেকে শুরু হবে ১৬ সপ্তাহের এইচপি দলের অনুশীলন। ২৩ জনের এই দলে জাতীয় দলে এর মধ্যে খেলে ফেলা আফিফ হোসেন, জাকির হাসানরা। আবার এই মুহূর্তে আয়ারল্যান্ডে থাকা ইয়াসির আলী চৌধুরীরাও আছেন। প্রিমিয়ার লিগে এবার রূপগঞ্জের হয়ে দারুণ করা নাঈম শেখ গত বারও ছিলেন, আছেন এবারও। সুযোগ পেয়েছেন বিপিএলে সুযোগ পাওয়া তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি। তবে জায়গা পাননি আরেক সম্ভাবনাময় লেগ স্পিনার রিশাদ হোসেন।

    এবারের নতুনদের মধ্যে সাব্বির হোসেন শাইনপুলুরের হয়ে করেছেন ৩৭৩ রান, নিয়েছেন ১০ উইকেট। বিকেএসপির পেসার সুমন খান ১৫ উইকেট নিয়ে নজরে এসেছেন। পেসার মুকিদুল ইসলাম, মানিক খানরাও নজরে এসেছেন।

    ব্যাটসম্যান

    সাইফ হাসান, নাঈম শেখ, ফারদীন হাসান, সাব্বির হোসেন, আফিফ হোসেন, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, আমিনুল ইসলাম বিপ্লব, সুমন খান।

    উইকেটকিপার

    মাহিদুল অঙ্কন, জাকের আলী অনীক

    বোলার

    রবিউল হক, মানিক খান, শহীদুল ইসলাম, মুকিদুল ইসলাম, হাসান মাহমুদ, ইরফান হোসেন, শফিকুল ইসলাম