• " />

     

    মাঠেই মারা গেলেন বলিভিয়ান রেফারি

    মাঠেই মারা গেলেন বলিভিয়ান রেফারি    

    বলিভিয়ান লিগে ম্যাচ পরিচালনার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রেফারি হুগো হুরতাদো। ম্যাচের ৪৭ মিনিটে মাঠেই লুটিয়ে পড়েছিলেন তিনি। পরে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও আর শেষ রক্ষা হয়নি।

    ৩১ বছর বয়সী রেফারি আর বাকি দিনগুলোর মতোই খেলা পরিচালনা করছিলেন। অলওয়েজ রেডি ও ওরিয়েন্তে পেট্রোলার ম্যাচ চলছিল বলিভিয়ান লিগে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৯০০ মিটার উচ্চতায় এল অলটোতে খেলছিল দুইদল। হঠাত করেই এরপর পেছন দিকে পড়ে যান রেফারি। খেলোয়াড় ও মাঠে কর্তব্যরত চিকিৎসকরা এরপর তার কাছে ছুটে যান। কয়েক মিনিটের মধ্যেই তাকে নিয়ে রওয়ানা হয়ে যায় অ্যাম্বুলেন্স। 

     

     

    অলওয়েজ রেডির চিকিৎসক পরে জানিয়েছেন, ম্যাচ চলাকালেই একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন রেফারি। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার পর আরও একবার। এই অবস্থায়েও অবশ্য খেলা শেষ করেছেন ম্যাচ অফিসিয়াল। ৫-০ গোলে জিতেছে অলওয়েজ রেডি।