• " />

     

    প্রথমবারের মতো অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল ইউক্রেন

    প্রথমবারের মতো অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতল ইউক্রেন    

    দক্ষিণ কোরিয়াকে হারিয়ে অনুর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছে ইউক্রেন। আগের আসরে মূল পর্বেই খেলতে পারেনি তারা, এবার পোল্যান্ডের আসরে চ্যাম্পিয়ন তারাই। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফিফার কোনো টুর্নামেন্ট জিতল ইউক্রেন। 

    দক্ষিণ কোরিয়া অবশ্য শুরুতেই এগিয়ে গিয়েছিল লি ক্যাংয়ের। দুই অর্ধে ভ্লাদিসাভ সুপ্রিহাভার দুই গোলে এগিয়ে যায় ইউক্রেন। হিরোহি এরপর ম্যাচ শেষের মিনিট খানেক আগে আরেক গোল দিয়ে ইউক্রেনের জয় নিশ্চিত করেন। ২০১১ সালে ব্রাজিলের অস্কারের পর এই প্রথম অনুর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জোড়া গোল করলেন কেউ। 

    সেমিফাইনালে ইতালিকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল ইউক্রেন। আর দক্ষিণ কোরিয়া সেমিতে জিতেছিল ইকুয়েডরের বিপক্ষে। ইউক্রেনের রিয়াল মাদ্রিদের গোলরক্ষক আন্দ্রি লুনিন নির্বাচিত হয়েছেন সেরা গোলরক্ষক। আর সেরা খেলোয়াড় দক্ষিণ কোরিয়ার লি ক্যাং ইন।