• বিপিএল ২০১৯
  • " />

     

    বিপিএলে থাকছে না চিটাগং ভাইকিংস

    বিপিএলে থাকছে না চিটাগং ভাইকিংস    

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে আজ দুপুরেই ঝুলেছে বিজ্ঞপ্তিটা। বিপিএলের দুইটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা কেনার জন্য দরপত্র আহবান করে বিজ্ঞাপনটি দেওয়া হয়েছিল। যার মানে বর্তমান ফ্র্যাঞ্চাইজি থেকে অন্তত একটি থাকছে না। বিকেলে সেটিই নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও প্রধান নির্বাচক এবং ভাইকিংসের পরামর্শক মিনহাজুল আবেদীন। দুজনেই জানিয়েছেন, এবারের বিপিএলে চিটাগং ভাইকিংস থাকছে না। 

     

    প্রথম দুই আসরের পর চিটাগং কিংস বিলুপ্ত হয়ে ২০১৫-১৬ মৌসুম থেকে চিটাগং ভাইকিংস নামে আত্মপ্রকাশ করে। নতুন মালিকানা কিনে নেয় ডিবিএল গ্রুপ। প্রথম দুই আসরে ভালো দল গড়লেও পরের দুই আসরে কিছুটা খর্বশক্তির হয়ে পড়ে তারা। গত বার অবশ্য সবাইকে চমকে দিয়ে প্লে অফে চলে যায় চিটাগং। সেবারও সংশয় ছিল তাদের অংশ নেওয়া নিয়ে। এবার শেষ পর্যন্ত দলই গঠন করছে না। আজ বিকেলে সেটি নিশ্চিত করেছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, 'উনারা কন্টিনিউ করবে না। ডিবিএল গ্রুপ নামে যেটা ছিল তারা কন্টিনিউ করবে না। আজ এক্সপ্রেশনাল ইন্টারেস্ট দিয়েছে তো। নতুন কেউ নিলে চট্টগ্রামের দল অন্য কোন নামে আসতে পারে।' অন্যদিকে ভাইকিংসের পরামর্শক ও প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও  বলেছেন, 'ওরা তো মালিকানা ছেড়ে দিছে। ওরা করবে না। এখন আমরা তো জবলেস। এখন নতুন ফ্র্যাঞ্চাইজি এলে নতুন নামে হতে পারে।'

    চার বার অংশ নিয়ে ২০১৬ ও গত বছর প্লে অফ খেলাটাই এখন পর্যন্ত চিটাগং ভাইকিংসের সেরা সাফল্য।