• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপ বাছাইপর্বেও আর্জেন্টিনার কোচ স্কালোনি

    বিশ্বকাপ বাছাইপর্বেও আর্জেন্টিনার কোচ স্কালোনি    

    রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার ব্যর্থতার পর হোর্হে সাম্পাওলিকে বরখাস্ত করে অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল লিওনেল স্কালোনিকে। লিওনেল মেসিদের কোচ হিসেবে স্কালোনির মেয়াদকাল আরও বাড়ছে। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন জানিয়েছে, ২০২২ সালের কাতার বিশ্বকাপের বাছাইপর্বেও মেসিদের কোচ থাকবেন স্কালোনি। 

    গত আগস্টে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব পান স্কালোনি। কোচ হিসেবে আর্জেন্টিনাকে কোপা আমেরিকার সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন তিনি। সেমিতে ব্রাজিলের কাছে হেরে শিরোপা জিততে না পারলেও স্কালোনির পারফরম্যান্সে খুশি আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন। বিশ্বকাপ বাছাইপর্বের জন্য তাই স্কালোনিকেই রেখে দিচ্ছেন তাঁরা, ‘আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটি সিদ্ধান্ত নিয়েছে, আগামী বছর থেকে শুরু হতে যাওয়া কাতার বিশ্বকাপের বাছাইপর্বে স্কালোনিকেই দলের দায়িত্ব দেওয়া হবে।’ 

    কাতার বিশ্বকাপেও আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিকে রাখা হবে কিনা, সেটার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বাছাইপর্বের পারফরম্যান্স দেখেই। আগামী ৫ সেপ্টেম্বর লস এঞ্জেলেসে চিলির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। পাঁচদিন পর স্যান আন্তোনিওতে মেক্সিকোর বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবেন মেসিরা।