• " />

     

    ৩ মাসের জন্য জাতীয় দলে নিষিদ্ধ মেসি

    ৩ মাসের জন্য জাতীয় দলে নিষিদ্ধ মেসি    

    আগামী তিন মাসের জন্য আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি। দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমিবল দিয়েছে এই নিষেধাজ্ঞা আদেশ। কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে কনবিলমকে দুর্নীতিগ্রস্থ বলে মন্তব্য করায় এই শাস্তি পাচ্ছেন মেসি। সঙ্গে জরিমানাও করা হয়েছে আর্জেন্টিনা অধিনায়ককে। ৫০ হাজার ডলার ইউএস ডলার দিতে হবে মেসিকে। এই টাকার অঙ্ক আর্জেন্টিনার কনমিবল টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ থেকে কেটে নেওয়া হবে।

    এর আগে মেসিকে এক ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা করেছিল কনমিবল। সেটা ছিল চিলির বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখার জন্য, সঙ্গে অর্থও জরিমানা করা হয়েছিল। এবার পেলেন ম্যাচশেষে কনমিবলকে নিয়ে করা মন্তব্যের জন্য। এই শাস্তির বিপরীতে আগামী সাতদিনের মধ্যে চেম্বার অফ আপিলস ফর কনমিবলে আপিল করার সুযোগ থাকছে মেসির।

    আগামী তিন মাসে অবশ্য আর্জেন্টিনার কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ নেই। রয়েছে চারটি প্রীতি ম্যাচ। নিষেধাজ্ঞার তারিখ গণনা করা হবে ২ আগস্টের পর থেকে। এই সময়ে আর্জেন্টিনার হয়ে যে কোনো ম্যাচেই নিষিদ্ধ থাকবেন মেসি।