• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    সুপার কাপের ফাইনালে নেই অ্যালিসন

    সুপার কাপের ফাইনালে নেই অ্যালিসন    

    প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে লিভারপুল। তবে নরউইচ সিটির বিপক্ষে জয়ের মাঝে ইয়ুর্গেন ক্লপের কপালে চিন্তার ভাজ ফেলেছে গোলরক্ষক অ্যালিসনের ইনজুরি। মাংসপেশীতে টান লাগায় বেশ কয়েকদিন মাঠের বাইরে থাকতে হবে অ্যালিসনকে। কবে খেলায় ফিরতে পারবেন সেটা নিশ্চিত না হলেও এই সপ্তাহের শেষে ইউয়েফা সুপার কাপের ফাইনালে চেলসির বিপক্ষে খেলতে পারছেন না তিনি। 

    গতকাল নরউইচের বিপক্ষে ৩৬ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে অ্যালিসনের পায়ের মাংসপেশীতে টান লাগে। সাথে সাথেই লিভারপুল বেঞ্চের দিকে ইশারা করেন তিনি। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা নেওয়ার পরেও খেলা চালিয়ে যেতে পারেননি অ্যালিসন। খোঁড়াতে খোঁড়াতেই মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। 

    ম্যাচের পর ক্লপ জানিয়েছেন, অ্যালিসনের ইনজুরিটা একটু দুশ্চিন্তা করার মতোই, ‘আমাদের দেখতে হবে তার ইনজুরিটা কতটা গুরুতর। এটা মাংসপেশীর ইনজুরি। মাঠ ছাড়ার সময় তার খুব বেশি অস্বস্তি হচ্ছিল, এটা মোটেও ভালো খবর না। সে নিশ্চিতভাবেই সুপার কাপের ফাইনালে খেলতে পারবে না।’ 

    অ্যালিসনের পরিবর্তে লিভারপুলের গোলপোস্ট সামলেছেন এই মৌসুমেই দলে আসা স্প্যানিশ কিপার আদ্রিয়ান। মাঠে নামতে পেরে দারুণ খুশি ৩২ বছর বয়সী এই কিপার, জানালেন ক্লপ, ‘আদ্রিয়ান খুবই আত্মবিশ্বাসী একজন ফুটবলার। সে নিশ্চয়ই নতুন ক্লাবে এসে শুধু বেঞ্চে বসে থাকতে চাইবে না! দলের মূল কিপার ইনজুরিতে থাকলে সেটা অবশ্যই চিন্তার বিষয়। তবে আদ্রিয়ান কেমন করে সেটা দেখার অপেক্ষায় আছি।’