• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    বছরের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের যত অনাকাঙ্ক্ষিত রেকর্ড

    বছরের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের যত অনাকাঙ্ক্ষিত রেকর্ড    

    রুবেন আমোরিমের দুঃস্বপ্ন যেন কাটছেই না। বছরের শেষ ম্যাচেও হেরে বসল ম্যানচেস্টার ইউনাইটেড, সেটাও ঘরের মাঠে। দুঃসহ এক পরাজয়ের মধ্য দিয়ে এমন সব রেকর্ডের জন্ম দিয়েছে ম্যানচেস্টারের ক্লাবটা, যা তাদের ইতিহাসেই প্রথম।

    নিজেদের ইতিহাসে ১৯৬২ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম কোনো পঞ্জিকাবর্ষের এক মাসে পাঁচ ম্যাচ হেরে বসল ম্যানচেস্টার ইউনাইটেড, যা নিজেদের প্রিমিয়ার লিগ ইতিহাসে প্রথম! এক নজরে এই মাসের পরাজয়গুলো -
     

    আর্সেনাল ২-০ ম্যানচেস্টার ইউনাইটেড
    ম্যানচেস্টার ইউনাইটেড ২-৩ নটিংহাম ফরেস্ট
    ম্যানচেস্টার ইউনাইটেড ০-৩ বোর্নমাউথ
    উলভস ২-০ ম্যানচেস্টার ইউনাইটেড
    ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ নিউক্যাসল ইউনাইটেড


    ১৯৬৪ সালের মার্চ মাসের পর এক মাসে সর্বোচ্চ গোল হজম করেছে রেড ডেভিলরা। ডিসেম্বরে প্রিমিম্যার লিগে ১৮ গোল হজম করেছে তারা, যা তাদের প্রিমিয়ার ইতিহাসে এক মাসে সর্বোচ্চ।

    সবচেয়ে দুর্বিষহ রেকর্ডটা বসেছে আমোরিমের নামের পাশে। ক্লাবের ১০৩ বছরের ইতিহাসে কোনো নতুন কোচ এই প্রথম তার প্রথম ৮ লিগ ম্যাচের মধ্যে ৫টিতেই হেরে বসেছে।

    আমোরিমের ভাগ্যে কী আছে, তা এখনই বলা যাচ্ছে না। তবে নিজেদের ভাগ্যের লিখন বদলাতে দ্রুতই ক্লাবের ভাগ্য বদলাতে হবে তাকে। নিজের দোষ নিজে স্বীকার করেছেন ম্যাচের পর, "এই ক্লাবটা অজুহাত শুনতে শুনতে ত্যক্ত-বিরক্ত। আমি ওই পথে হাঁটব না, আমি কোনো অজুহাত দিবো না। আমাদের একটা বিশাল ধাক্কা প্রয়োজন, জেগে উঠতেই হবে আমাদের, এটা বুঝতে হবে।"

    পেছন ফিরে রেকর্ডগুলোয় চোখ বুলানোটাই হয়তো সেটার জন্য যথেষ্ট হবে আমোরিমের ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগে যে ১৪ নম্বরে গিয়ে ঠেকেছে ঐতিহ্যবাহী ক্লাবটা!