ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকা: কার অবস্থান কোথায়
বরাবরের মতো এবারও প্রিমিয়ার লিগের লড়াইটা শুরু থেকেই জমজমাট। তবে দশ ম্যাচ পরেই এবার পয়েন্ট তালিকায় রয়েছে বেশ কিছু চমক। শীর্ষ দশে যেমন নেই ম্যানচেস্টার ইউনাইটেড। মৌসুমের মাঝেই এজন্য বরখাস্ত হয়েছেন কোচ এরিক টেন হাগ। তবে সবচেয়ে অবাক করা নামটা এবার মনে হয় নটিংহাম ফরেস্ট। দলটার ঝুলিতে রয়েছে ইউরোপিয়ান কাপ তথা চ্যাম্পিয়নস লিগ শিরোপা। অথচ সেই আশির দশকের পর থেকে যেন নিজেদের হারিয়ে খুঁজছিল ক্লাবটি। এবারও হয়তো ভাগ্যে বিশাল কোনো পরিবর্তন আসবে না। তবে নুনো এস্পিরিতো সান্তোর অধীনে তিন নম্বরে উঠে আসা দলটা নিজেদের প্রিমিয়ার লিগ ইতিহাসে আছে সর্বোচ্চ অবস্থানে। স্বপ্ন তো তাই তারা দেখতেই পারে।
নটিংহাম ফরেস্টের ভাগ্য খোলায় কপাল পুড়েছে আর্সেনালের মতো ক্লাবের। শিরোপা প্রতিদ্বন্দ্বীরা এবার আছে পঞ্চম অবস্থানে। নিউক্যাসলের বিপক্ষে হার দিয়ে যেন মৌসুমের নড়বড়ে শুরুটাই আরেকবার দেখাল। সেই সাথে শেষ ম্যাচে ম্যানচেস্টার সিটি হেরে বসেছে বোর্নমাউথের কাছে। সেই বোর্নমাউথও এবার নজর কেড়ে চলেছে সমানে। নয়ে উঠে এসেছে ক্লাবটা।
বড় ক্লাবগুলোর পা হড়কানোর সপ্তাহের আর্ন স্লটের লিভারপুল ঠিকই তুলে নিয়েছে জয়, উঠে এসেছে শীর্ষে। দুর্দান্ত ফর্মে থাকা মো সালাহর সাথে জোটা-দিয়াজের ত্রয়ীটা জমেছে বেশ। শেষ পর্যন্ত রেড ডেভিলদের ভাগ্যে কী আছে সেটা সময়ই বলবে। তবে ক্লপ-পরবর্তী যুগে যেভাবে পেপের ম্যানচেস্টার সিটির সাথে টেক্কা দিচ্ছেন স্লট, তাতে প্রথম মৌসুমেই লিভারপুলের হয়ে "অবিশ্বাস্য" কিছু করেও ফেলতেন।
অবস্থান | ক্লাব | ম্যাচ | জয় | পরাজয় | ড্র | গোল ব্যবধান | পয়েন্ট |
১ | লিভারপুল | ১০ | ৮ | ১ | ১ | ১৩ | ২৫ |
২ | ম্যানচেস্টার সিটি | ১০ | ৭ | ১ | ২ | ১০ | ২৩ |
৩ | নটিংহাম ফরেস্ট | ১০ | ৫ | ১ | ৪ | ৭ | ১৯ |
৪ | চেলসি | ১০ | ৫ | ২ | ৩ | ৮ | ১৮ |
৫ | আর্সেনাল | ১০ | ৫ | ২ | ৩ | ৬ | ১৮ |
৬ | অ্যাস্টন ভিলা | ১০ | ৫ | ২ | ৩ | ২ | ১৮ |
৭ | টটেনহাম | ১০ | ৫ | ৪ | ১ | ১১ | ১৬ |
৮ | ব্রাইটন | ১০ | ৪ | ২ | ৪ | ৩ | ১৬ |
৯ | বোর্নমাউথ | ১০ | ৪ | ৩ | ৩ | ১ | ১৫ |
১০ | নিউক্যাসল ইউনাইটেড | ১০ | ৪ | ৩ | ৩ | ০ | ১৫ |