• বাংলাদেশ-আফগানিস্তান-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ
  • " />

     

    বাংলাদেশের নতুন কোচ রাসেল ডমিঙ্গো

    বাংলাদেশের নতুন কোচ রাসেল ডমিঙ্গো    

    রাসেল ডমিঙ্গোর সাক্ষাৎকারে সন্তুষ্ট ছিল বিসিবি। বাংলাদেশের নতুন কোচ হওয়ার দৌড়ে তাই এগিয়ে ছিলেন সাবেক এই দক্ষিণ আফ্রিকা কোচই। শেষ পর্যন্ত স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হলেন তিনি, মাশরাফি-সাকিবদের নতুন কোচ হয়ে আসছেন ৪৪ বছর বয়সী ডমিঙ্গো। 

    গত সাত আগস্ট প্রায় তিন ঘণ্টা সাক্ষাৎকারে দিয়েছিলেন ডমিঙ্গো। বাংলাদেশকে নিয়ে তার পরিকল্পনা শোনার পর সেটা পছন্দই হয়েছিল বিসিবির। ডমিঙ্গোর সাথে কোচ হওয়ার দৌড়ে ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে, ফিল সিমন্স ও মাইক হেসন। ডমিঙ্গো ছাড়া আর কেউ অবশ্য সাক্ষাৎকার দিতে আসেননি, হেসন আর তার মধ্যেই একজনকে বিসিবি বেছে নেবে বলে ধারণা করা হচ্ছিল। 

    তবে তাদের সবাইকে পেছনে ফেলে কোচের দায়িত্ব পাচ্ছেন ডমিঙ্গোই। তার সাথে দুই বছরের চুক্তি করেছে বিসিবি। আগামী ২১ আগস্ট আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন তিনি। 

    বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছেন, ডমিঙ্গোর সবকিছুই দারুণ পছন্দ হয়েছে তাদের, ‘তাঁর অভিজ্ঞতার ঝুলি ভরপুর। তাঁর কোচিংয়ের আদর্শ ও পরিকল্পনা খুবই পছন্দ হয়েছে আমাদের। দলকে সামনের দিকে নিয়ে যেতে কী করতে হবে সেটার পরিষ্কার ধারণা আছে তাঁর।’

     

    সংবাদ সম্মেলনে ডমিঙ্গোকে নেওয়ার কারণ আরেকটু বিস্তারিত জানালেন বিসিবি সভাপতি, 'সবচেয়ে বেশি এভেইলেবেলিটি। সামনে যে আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে সেখানে কিছু নতুন ছেলেপেলে ঢুকতে পারে। সম্ভাবনা আছে। কারণ আমাদের কিছু বিকল্প লাগতে পারে। সেদিক দিয়ে যদি চিন্তা করেন। এখন থেকেই নিচে থেকে ছেলেদের নিয়ে আসতে হবে। এই ধরনের কাজ করার জন্য রাসেল কিন্তু এটাই করতে চাচ্ছে। সে আমাদের অনূর্ধ্ব-১৯ দল, এইচপি এসব কিছু একসাথে করে কাজ করতে চাইছি। এরকমই কাজ করে আসছে সে দক্ষিণ আফ্রিকায়। এটা একটা প্লাস পয়েন্ট তার জন্য। সে আমাদের চার বছরের একটা পরিকল্পনা দিয়েছিল। অন্যরাও দিয়েছে। বাট ও সামনাসামনি দিয়েছে। কেউ স্কাইপেতে দিয়েছে, কেউ লিখিত দিয়েছে। কাজেই এদিক দিয়ে চিন্তা করলে সে এগিয়ে ছিল।' 

    বাংলাদেশের কোচ হিসেবে নতুন চ্যালেঞ্জ নেওয়ার অপেক্ষায় আছেন ডমিঙ্গো, ‘বাংলাদেশের হেড কোচের দায়িত্ব পাওয়া বিশাল সম্মানের ব্যাপার। আমি খুব আগ্রহের সাথে বাংলাদেশের উন্নতি পর্যবেক্ষণ করেছি। এই দলটা যা অর্জন করার সামর্থ্য রাখে সেটাকে এনে দেওয়ার ব্যাপারে সাহায্য করতে আমি খুবই উচ্ছ্বসিত। বর্তমান দলের ক্রিকেটারদের উন্নতির ধারা বজায় রাখার পাশাপাশি নতুন প্রতিভা বের করে আনার ব্যাপারেও আশাবাদী আমি।’