• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    ইউনাইটেড চাইলে ফিরতে পারেন ইব্রাহিমোভিচ, কিন্তু...

    ইউনাইটেড চাইলে ফিরতে পারেন ইব্রাহিমোভিচ, কিন্তু...    

    ম্যানচেস্টার ইউনাইটেডে শুরুটা দুর্দান্ত হয়েছিল তার। প্রথম মৌসুমেই জিতেছিল ইউরোপা লিগ এবং ইএফএল কাপ, গোল করেছিল ২৮টি। কিন্তু হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়ায় চুক্তি বাতিল করে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের এলএ গ্যালাক্সিতে যোগ দিয়েছিলেন ইব্রাহিমোভিচ। ইউনাইটেডে প্রাপ্তির খাতাটা তাই কিছুটা অপূর্ণই থেকে গেছে তার। ইউনাইটেড চাইলে ওল্ড ট্রাফোর্ডে ফিরতে পারেন তিনি, বলেছেন সাবেক সুইডিশ স্ট্রাইকার। 

     

     

    অবশ্য ‘রেড ডেভিল’দের জার্সিতে ফিরতে চাওয়ার ইচ্ছাটা যে নিছক মজা করেই বলা; বর্তমান ক্লাব গ্যালাক্সির সাথে চুক্তির কথাও মনে করিয়ে সেটিই জানান দিয়েছেন তিনি, ‘আমার এখনও প্রিমিয়ার লিগে খেলার সামর্থ্য আছে। ইউনাইটেড চাইলে ফিরতে পারি। কিন্তু আমি এখন এলএ গ্যালাক্সির ফুটবলার, তাই আমি দুঃখিত।’ ইব্রাহিমোভিচ আরও জানিয়েছেন, ইউরোপে আর কিছু প্রমাণ করার নেই তার, ‘ইউরোপের সেরা লিগ গুলোয় খেলে এসেছি আমি। লিগ জিতেছি স্পেন, ইতালি, ফ্রান্স এবং নেদারল্যান্ডসে। ৩৩টি শিরোপা জিতে এলএ গ্যালাক্সিতে এসেছি। আশা করি গ্যালাক্সির হয়েও শিরোপা জিততে পারব।’

    আগামী অক্টোবরে বয়স ৩৮ হলেও গোল করার ক্ষুধা বা ধার এতটুকু কমেনি ইব্রার। এলএ গ্যালাক্সির হয়ে খেলা ৪৬ ম্যাচে ৪৯ গোল করেছেন তিনি। মাঠের মত মাঠের বাইরেও নিজের কথার ফর্মটা ধরে রেখেছেন তিনি, নিজেকে এমএলএস-এর সেরা ফুটবলার দাবি করেছেন অনেকবার। এই নভেম্বরেই মেজর লিগ অধ্যায়ের ইতি টানবেন তিনি। ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে চাইছেন না ইব্রা, ‘নভেম্বর এখনও বেশ দেরি। আমার মূল লক্ষ্য এখন এলএ গ্যালাক্সির হয়ে প্লে-অফে খেলা। নভেম্বরের পরে ভবিষ্যৎ নিয়ে ভাববো, এর আগে নয়।’