• লা লিগা
  • " />

     

    শেষ দিন পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে চান জিদান

    শেষ দিন পর্যন্ত লড়াইটা চালিয়ে যেতে চান জিদান    

    লা লিগায় এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত আছে রিয়াল মাদ্রিদ। লিগের ফর্মটা অবশ্য চ্যাম্পিয়নস লিগে ধরে রাখতে পারেনি জিনেদিন জিদানের দল। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচের একটিতেও জয় আসেনি। গ্রানাডার বিপক্ষে লা লিগার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জিদান বলছেন, ইউরোপে ভালো করার জন্য কোচ হিসেবে নিজের শেষদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন তিনি। 

    রিয়ালকে হ্যাটট্রিক চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছিলেন জিদানই। এবার এ গ্রুপের প্রথম ম্যাচে পিএসজির কাছে ৩-০ গোলে হেরেছিল রিয়াল। দ্বিতীয় ম্যাচেও ক্লাব ব্রুজের সাথে দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা, পরে অবশ্য ড্র করে এক পয়েন্ট পায় জিদানের শিষ্যরা। 

    ইউরোপের বাজে ফর্ম নিয়ে কম সমালোচনা শুনতে হয়নি জিদানকে। জিদান অবশ্য বলছেন, রিয়াল এখনো খুব খারাপ হালে নেই, ‘আমরা পরিস্থিতিটা জানি। সবাই যত খারাপ বলছে, অতটা খারাপ হালে আমরা নেই। এটা রিয়াল, আমি কিছু বললে পরিস্থিতি বদলাবে না। সামনের ম্যাচেই আমরা বুঝিয়ে দেবো কেনো আমরা লিগের শীর্ষে আছি। আমরা শেষদিন পর্যন্ত যেন শীর্ষে থাকতে পারি, এই চেষ্টাই করব। গ্রানাডা দারুণ ফর্মে আছে, তাদের সাথে ম্যাচটা সহজ হবে না।’ 

    শেষ দিন পর্যন্ত লড়াই করে যাওয়ার কথা জানালেন জিদান, ‘আমি কোচ হিসেবে শেষ দিন পর্যন্ত লড়াই করে যাবো। কোচের কাজটাই এটা। আমি আমার কাজটাকে উপভোগ করি, চ্যালেঞ্জ নিতে ভালোবাসি।'