ভারতের টি-টোয়েন্টি স্কোয়াডে নেই কোহলি, চার বছর পর ফিরলেন স্যামসন
বিরাট কোহলিকে ছাড়াই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। তার অনুপস্থিতিতে এ ফরম্যাটে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। টেস্ট দলে আছেন কোহলি, টি-টোয়েন্টির মতো ঘোষণা করা হয়েছে টেস্টের দলও।
টেস্ট দলে জায়গা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্টে খেলা বাঁহাতি স্পিনার শাহবাজ নাদিমের। এছাড়া আছেন এই সিরিজে খেলা সবাই। মোহাম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মা আছেন পেস ব্যাটারিতে। ঋদ্ধিমান সাহার ব্যাক-আপ উইকেটকিপার হিসেবে আছেন ঋশভ পান্ট। রবি আশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে স্পিনে বাড়তি অপশন কুলদিপ যাদব, অবশ্য এ বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টের পর আর এ ফরম্যাটে খেলেননি এই বাঁহাতি রিস্টস্পিনার।
টেস্ট দল মোটামুটি একই থাকলেও টি-টোয়েন্টিতে এসেছে তিনটি পরিবর্তন। বিশ্রাম দেওয়া হয়েছে অধিনায়ক কোহলিকে, চোটের কারণে নেই অলরাউন্ডার হারদিক পান্ডিয়া, বাদ পড়েছেন পেসার নভদিপ সাইনি। প্রথমবারের মতো ডাক পেয়েছেন বাঁহাতি ব্যাটিং অলরাউন্ডার শিভাম দুবে। আইপিএলে শেষ মৌসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলেছিলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকা লেগস্পিনার যুঝভেন্দ্র চাহালের সঙ্গে ফিরেছেন ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টি-টোয়েন্টি খেলা সাঞ্জু স্যামসন। দুই ফরম্যাটের স্কোয়াডে পান্ডিয়ার মতো চোটের কারণে নেই পেসার জাসপ্রিত বুমরাহ, এ বছর মাঠে ফেরার সম্ভাবনা কম তার। আর বিশ্বকাপের পর থেকে বাইরে থাকা এমএস ধোনিকেও বিবেচনা করা হয়নি টি-টোয়েন্টির জন্য।
৩-১০ নভেম্বর দিল্লি, নাগপুর ও রাজকোটে হবে তিনটি টি-টোয়েন্টি, এরপর ইন্দোর ও কলকাতায় দুটি টেস্ট হবে ১৪-২৬ নভেম্বর। এই প্রথম একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজ খেলতে ভারত যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটারদের ধর্মঘটে অনিশ্চিত হয়ে পড়া এ সফরের জন্য বাংলাদেশের ক্যাম্প শুরু হচ্ছে অবশেষে ২৫ অক্টোবর, ২৪ অক্টোবর বিসিবির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটাররা।
টি-টোয়েন্টি স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সাঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, মনীশ পান্ডে, ঋশভ পান্ট (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ক্রুনাল পান্ডিয়া, যুঝভেন্দ্র চাহাল, রাহুল চাহার, দীপক চাহার, খলিল আহমেদ, শিভাম দুবে, শার্দুল ঠাকুর
টেস্ট স্কোয়াড
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন আশ্বিন, কুলদিপ যাদব, মোহাম্মদ শামি, উমেশ যাদব, ইশান্ত শর্মা, শুবমান গিল, ঋশভ পান্ট