ভারত সফর থেকে ছিটকে গেলেন সাইফ উদ্দিন
পিঠের চোটের কারণে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। এর আগে বিশ্বকাপের পর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজেও এই চোটের কারণে ছিলেন না তিনি, পরে ফিরেছিলেন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। সেরে উঠতে বিশ্রাম দেওয়ার জন্যই সরিয়ে নেওয়া হয়েছে তাকে।
একাধিক স্ক্যানের পর দেখা গেছে চোট থেকে সেরে উঠতে আরও সময় লাগবে তার, বিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে এমন। এর মাঝে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি।
জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো বলেছেন, “ফিরে আসা পিঠের চোটের কারণে সাইফকে ভারত সফরে বিশ্রাম দেওয়া হবে, তার সেরে ওঠায় যাতে সে দীর্ঘ সময় পায়। পুরো ফিটনেস ফিরে পেতে সে এখন আরও বেশি সময় পাবে, সামনের দিনগুলিতে মেডিক্যাল টিম পরবর্তী আপডেটের জন্য তাকে দেখবে।”
অবশ্য সাইফের বদলি হিসেবে স্কোয়াডে নেওয়া হয়নি কাউকে।
এদিকে ব্যক্তিগত কারণে ভারত সফরের একটা অংশ মিস করতে পারেন তামিম ইকবাল, এমন জানিয়েছে ক্রিকবাজ। তবে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেছেন, এ ব্যাপারে অফিশিয়াল কিছু হয়নি এখনও।
নভেম্বরের ৩-১০ তারিখে দিল্লি, নাগপুর ও রাজকোটে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, ইন্দোর ও কলকাতায় দুটি টেস্ট খেলার আগে।
বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, নাইম শেখ, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, আরাফাত সানি, আল-আমিন হোসেন, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম