ভেট্টোরির কাছ থেকে উইকেটের ধারণা নেবেন সানি
আরাফাত সানির জন্য আজকের দিনটা অন্য রকম। জাতীয় দলের বাইরে আছেন প্রায় সাড়ে তিন বছরেরও বেশি সময়। এর মধ্যে অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন, ব্যক্তিগত জীবনেও নানা ঝড় ঝাপটার মধ্য দিয়ে যেতে হয়েছে। একটা সময় হয়তো নিজেও জাতীয় দলে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন। ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে শেষ পর্যন্ত ডাক পেয়েছেন। আজ স্পিন বোলিং কোচ হিসেবে পেয়েছেন ড্যানিয়েল ভেট্টোরিকে। প্রথম দিনের অনুশীলনের পর সানি বললেন, ভেট্টোরির কাছ থেকে ভারতের উইকেট সম্পর্কে ধারণা পাওয়ার চেষ্টা করবেন।
ভারতের মাটিতে সর্বশেষ যেবার বাংলাদেশ টি-টোয়েন্টি খেলেছে, সেবার দলে ছিলেন সানি। সেই একবারই অবশ্য ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ, এই প্রথম খেলছে টানা তিন ম্যাচ। ১৪ জনের দলে ডাক পেলেও একাদশে সুযোগ পাওয়া যে কঠিন, সেটা সানি জানেন। আপাতত তাই সুযোগ কাজে লাগানোর অপেক্ষায় আছেন, ‘আগে থেকে বলা কঠিন সুযোগ পাব কি না। বেস্ট কম্বিনেশন নিশ্চয় ট্রাই হবে। আমি আমার দিক থেকে যখন সুযোগ পাই, নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। লাস্ট তিন বছর ভালো ক্রিকেট খেলছিলাম। সবকিছু বিবেচনা করেই হয়তো আমাকে ডেকেছে।’
বাংলাদেশ অবশ্য গত চার বছরে কয়েকজন বাঁহাতি স্পিনারকে খেলিয়েছে। লম্বা একটা সময় টানা খেলেছেন নাজমুল ইসলাম অপু, সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন তাইজুল ইসলাম। সানজামুল ইসলামও খেলেছেন একটা ম্যাচ। সানি আবার সুযোগ পেলেন বাঁহাতি স্পিনার হিসেবে। মাত্রই ক্যাম্প শুরু হলো, এখনো ঠিক কোন জায়গা নিয়ে কাজ করবেন সেটা ঠিক করেননি। অ্যানালিস্টের সঙ্গে বসবেন শিগগিরই। তবে নিজের মূল কাজটা কী, সেটা জানেন, ‘খেলাটা সব সময় চ্যালেঞ্জিং, ক্রিকেটার হিসেবে আমাদের কাজই এটা। আমাদের সবার যার যার নিজস্ব পরিকল্পনা আছে। একজন বাঁহাতি স্পিনার হিসেবে রান কম দিয়ে কীভাবে উইকেট নেওয়া যায় সেটা নিয়েই আমি ছক কষছি।’
আজই স্পিন বোলিং কোচ হিসেবে যোগ দিয়েছেন ভেট্টোরি। নতুন কোচের সঙ্গে প্রথম দিনে মাত্রই আলাপ হয়েছে সানির, ‘একজন লেফট স্পিনার হিসেবে উনার (ভেট্টোরির) বোলিং আমরা বল করলাম। আজকে তো ফার্স্ট ডে। উনি তো এখন আমাদের কোচ। আজকে প্রথম দিন। অনুশীলন তো সামনে আছেই। তার সাথে শেয়ার করব। আইপিএলে সেখানে কোচিং করিয়েছেন। তার সাথে কথা বললে নিজের পারফরম্যান্স নিয়ে উন্নতি করা যায়, সেটা নিয়েও আলাপ হবে। আজকে শুধু সবাইকে দেখেছেন, তেমন কিছু বলেননি। কাল পরশু হয়তো আলাপ হবে।’
কিন্তু ভেট্টোরির কাছ থেকে কোন পরামর্শ নেওয়ার কথা ভেবে রেখেছেন? আইপিএলে বেঙ্গালুরুর কোচ হিসেবে ভারতের বিভিন্ন মাঠ সম্পর্কে ভেট্টোরির একটা ধারণা তো আছেই। সানি সেটা কাজে লাগাতে চান, ‘উন্নতি বলতে বোলিং কোন উইকেটে কেমন হবে সেটা একটা। ভারতে অনেক বেশি ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন। সেই হিসেবে আমাদের চেয়ে উইকেট ভালো চেনেন। কোন উইকেটে কেমন বল করলে ভালো হবে, সেটা নিয়ে উনার ধারণা ভালো। তাঁর সাথে কথা বলে সেটা বোঝার চেষ্টা করব।’
তবে তার আগে সুযোগটা পেতে হবে সানিকে!