• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি

    ইডেন গার্ডেনে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেয়েছে বিসিবি    

    চার বছর আগে অ্যাডিলেডে হয়েছিল প্রথম দিবারাত্রির টেস্ট। এরপর চার বছর পেরিয়ে গেছে, তবে ভারত আর বাংলাদেশের সেই অভিজ্ঞতা হয়নি। তবে সামনে বাংলাদেশের ভারত সফরে সেটি হয়ে যেতে পারে দুই দলের। ইডেন গার্ডেনেই গোলাপী বলে ফ্লাডলাইটের নিচে খেলতে পারে দুই দল, বিসিসিআই খুব শিগগির বিসিবিকে এই প্রস্তাব দেবে বলে জানাচ্ছে ভারতের প্রচারমাধ্যম। 

    কদিন আগেই বিসিসিআইয়ের সভাপতির পদে বসেছেন সৌরভ গাঙ্গুলী। নিজের প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন, তিনি আর ভারত অধিনায়ক কোহলি দুজনেই ভারতে দিবারাত্রির টেস্ট দেখতে আগ্রহী। গাঙ্গুলী তো সরাসরিই বলেছেন, ‘আমি চাই লোকজন অফিস শেষ করে ভারতের মাটিতে টেস্ট দেখতে আসুক। এটা কবে হবে জানি না, কিন্তু সামনে হবে। আমরা এটা নিয়ে ভাবছি, কিছু করারও চেষ্টা করছি।’ এর মধ্যে দক্ষিণ আফ্রিকা তিন টেস্টের সিরিজ খেলে ফেলেছে। গাঙ্গুলীর স্বল্প মেয়াদে বাংলাদেশের দুইটি টেস্ট ছাড়া ভারতের মাঠে আর কোনো টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ নেই আপাতত। বাংলাদেশের বিপক্ষে কলকাতায় ইডেন গার্ডেন টেস্টেই তাই হতে পারে এরকম কিছু। পশ্চিমবঙ্গ ক্রিকেট অ্যাসোসিয়েশনও এই আয়োজনের ব্যাপারে বেশ আশাবাদী। ডেইলি টেলিগ্রাফ বলছে, ইডেনে দিবারাত্রির টেস্ট হওয়ার সম্ভাবনা ৮০-২০ বলে মনে করছেন কলকাতার ক্রিকেট সংগঠকেরা।


    আপডেটঃ রোববার বিকেলে সাংবাদিকদের বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ভারতের কাছ থেকে দিবারাত্রির টেস্ট খেলার প্রস্তাব পেয়েছেন তারা। খেলোয়াড় ও টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে আলোচনা করা হবে, সেই প্রস্তাব গ্রহণ করা হবে কিনা


    বিসিবি এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবশ্য এই ব্যাপারে আঁধারেই ছিল। এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রস্তাব পায়নি বিসিবি। পেলে সেটা ভেবে দেখবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী।