• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    অনুশীলনে চোট পেয়েও প্রথম ম্যাচে খেলবেন রোহিত

    অনুশীলনে চোট পেয়েও প্রথম ম্যাচে খেলবেন রোহিত    

    বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের বাকি নেই আর একদিনও। এই ম্যাচকে সামনে রেখে গতকাল কিছুটা দুশ্চিন্তায় পড়েছিল ভারত। অনুশীলনের সময় চোট পেয়ে অনিশ্চিত হয়ে পড়েছিল অধিনায়ক রোহিত শর্মার খেলা। তবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিতের সেই চোট খুব একটা গুরুতর নয়, তিনি প্রথম ম্যাচের জন্য ফিট আছেন। 

    শুক্রবার দিল্লীর ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করছিলেন রোহিত। ব্যাটিং কোচ বিক্রম রাথোরের থ্রো করা বলে রোহিতের তলপেটে বল লাগে। ব্যথায় রোহিত নেট ছেড়ে চলে যান, এরপর আর অনুশীলনেও অংশ নেননি। গুঞ্জন উঠেছিল, হয়তো তিনি নাও খেলতে পারেন প্রথম ম্যাচে।

    পরবর্তীতে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, রোহিত পুরোপুরি সুস্থ আছেন, ‘অনুশীলনে ব্যাটিংয়ের সময় রোহিতের পেটের বাম দিকে বল লেগেছিল। মেডিকেল টিম পরীক্ষার পর জানিয়েছে, রোহিত ফিট আছে। সে প্রথম ম্যাচেও খেলতে পারবে।’