• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পুলিসিচ-আব্রাহামে সহজ জয়েই দুইয়ে উঠে এলো চেলসি

    পুলিসিচ-আব্রাহামে সহজ জয়েই দুইয়ে উঠে এলো চেলসি    

    প্রিমিয়ার লিগে চেলসির শেষ দুই ম্যাচেই গোল করেছেন ক্রিশ্চিয়ান পুলিসিচ এবং ট্যামি আব্রাহাম। স্ট্যামফোর্ড ব্রিজে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষেও লক্ষ্যভেদ করলেন দু'জন, চেলসি পেল প্রিমিয়ার লিগে টানা ষষ্ঠ জয়। পুলিসিচ-আব্রাহামে প্যালেসকে ২-০ গোলে হারিয়েছে চেলসি, ম্যানচেস্টার সিটির (২৫) চেয়ে এক ম্যাচ বেশি খেলে টেবিলের দুইয়ে উঠে এসেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল (২৬)।

    স্ট্যামফোর্ড ব্রিজে ম্যাচের শুরু থেকেই প্যালেসকে চেপে ধরেছিল চেলসি। মাউন্ট-পুলিসিচ-আব্রাহাম-উইলিয়ান চতুষ্টয়কে সামলাতে রীতিমত হিমশিম খেতে হচ্ছিল প্যালেসকে। কিন্তু প্রথমার্ধে একাধিক সুযোগ পাওয়ার পরও লিড নিতে পারেনি ল্যাম্পার্ডের দল। কারণ আব্রাহামদের সামনে রীতিমত অভেদ্য দুর্গ হয়ে দাঁড়িয়েছিলেন প্যালেস গোলরক্ষক ভিসেন্তে গাইতা। প্রথমার্ধে অন্তত চারটি নিশ্চিত গোল ফিরিয়ে দিয়েছেন তিনি।

     

    চেলসির ক্যাপ্টেন আমেরিকা!

     

    গাইতাকে দু'বার একা পেয়ে গিয়েছিলেন পুলিসিচ, কিন্তু চেলসির সবচেয়ে ফর্মে থাকা ফরোয়ার্ডকেও প্রথমার্ধে খালি হাতে ফিরিয়েছেন সাবেক ভ্যালেন্সিয়া গোলরক্ষক। দুর্দান্ত এক প্রথমার্ধে শুধু গোলটাই পাওয়া হয়নি চেলসির। কিন্তু তাতেও মনোবল হারায়নি তারা। দ্বিতীয়ার্ধের শুরুতেই লেগে থাকার পুরস্কারটাও পেয়েছে ল্যাম্পার্ডের দল। ৫২ মিনিটে মাতেও কোভাসিচের পাসে চমৎকার এক ফ্লিকে আব্রাহামের দিকে পাস বাড়ান উইলিয়ান। ডিবক্সে বল নিয়ন্ত্রণে এনে অবশেষে গাইতা দুর্গ ভেদ করেন ইংলিশ স্ট্রাইকার।

    প্রিমিয়ার লিগে জেমি ভার্ডির সাথে সমান ১০ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন আব্রাহাম। দ্বিতীয়ার্ধে আব্রাহাম গোল পেলেও পুলিসিচের কপাল অবশ্য সুপ্রসন্ন ছিল না অতটা। বারবার তাকে ফিরিয়ে দিচ্ছিলেন গাইতা, কিন্তু দ্বিতীয়ার্ধের শেষদিকে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় ম্যাচে গোলের দেখা পেয়ে যান যুক্তরাষ্ট্রের অধিনায়ক। আব্রাহামের বদলি হিসেবে নেমে কোভাসিচের থ্রু পাস থেকে ডিবক্সে বল পেয়ে শট নেন মিচি বাতশুয়াই, বেলজিয়ান স্ট্রাইকারকে ফিরিয়ে দিলেও ফিরতি বলে পুলিসিচের হেড আর ফেরাতে পারেননি গাইতা।

    শেষ পর্যন্ত সহজ জয় নিয়েই মাঠ ছেড়েছে চেলসি, ২০১৭-এর পর এবারই প্রথম লিগে টাণা ৬ ম্যাচ জিতল 'ব্লুজ'রা। সেবার লিগটাও ঘরে তুলেছিল চেলসি। আপাতত হয়তো অত দূরের পরিকল্পনা করছেন না ল্যাম্পার্ড। লেস্টার বা ম্যান সিটি পয়েন্ট হারালে পাকাপাকিভাবে টেবিলের দ্বিতীয় স্থানটা নিজেদের করে নেবে চেলসি।