• বাংলাদেশের ভারত সফর
  • " />

     

    গোলাপি বলের সুইংয়ের সাথে মানিয়ে নেওয়াকেই চ্যালেঞ্জ মানছেন রাহানে

    গোলাপি বলের সুইংয়ের সাথে মানিয়ে নেওয়াকেই চ্যালেঞ্জ মানছেন রাহানে    

    গোলাপি বলে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই বাংলাদেশ-ভারত দুই দলেরই। ইডেনের ঐতিহাসিক সেই দিবারাত্রির ম্যাচকে সামনে রেখে ভারত নিজেদের প্রস্তুতিটা শুরু করে জোরেশোরেই। গতকাল ফ্লাডলাইটের আলোতে অনুশীলনও করেছেন বিরাট কোহলিরা। ভারতীয় ব্যাটসম্যান অজিংকা রাহানে সাংবাদিকদের জানিয়েছেন গোলাপি বলের আদ্যোপান্ত। রাহানে বলছেন, গোলাপি বলের সুইংয়ের সাথে মানিয়ে নেওয়াটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

    রাহুল দ্রাবিড়ের অধীনে বেঙ্গালুরুতে এসজির গোলাপি বলে বিশেষ অনুশীলন করেছিলেন রাহানেসহ আরও চারজন ভারতীয় ক্রিকেটার। গতকাল ইন্দোরের হলকার স্টেডিয়ামেও দিবারাত্রির টেস্টের জন্য অনুশীলন করেছে ভারতীয় দল। দুই অনুশীলনেই গোলাপি বল কীভাবে সামলাতে হবে, সেটা নিয়েই কাজ করছেন রাহানেরা, ‘আমরা বলের সুইং ও গতি পর্যবেক্ষণ করেছি। সাধারণ লাল বলের চেয়ে গোলাপি বল অনেক বেশি সুইং করে। এসজি বলের ক্ষেত্রে সেটা আরও বেশি। একটু দেরি করেই তাই শট খেলতে হবে, শরীরের কাছাকাছি রেখেই।’ 

    গোলাপি বলের সাথে মানিয়ে নিতে সবারই খানিকটা সময় লাগবে বলে মানছেন রাহানে, ‘একটু সময় তো লাগবেই মানিয়ে নিতে। তবে সবাই আশা করি দ্রুতই এটার সাথে খাপ খাইয়ে নেবেন। মানসিক ব্যাপারটা এখানে বড় ভূমিকা রাখবে। এছাড়া টি-টোয়েন্টির পরপরই টেস্টে মানিয়ে নেওয়াটাও একটা বড় ব্যাপার।’ 

    এদিকে আরেক ভারতীয় ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা বলছেন, ফ্লাডলাইটের নিচে গোলাপি বলে খেলাই কঠিন হবে, ‘দিনের আলো যতক্ষণ থাকবে ততক্ষণ এই বলে খুব একটা সমস্যা হবে না। কিন্তু ফ্লাডলাইটের আলো বাড়ার সাথে সাথে কঠিন হতে থাকবে ব্যাটিং। ঐ সেশনটাই বেশি গুরুত্বপূর্ণ হবে। দলের অন্যদের সাথে কথা বলেছি। কুলদিপ যখন গুগলি করেছে নেটে, তখন সেটা ধরতেই অনেক সমস্যা হয়েছে ব্যাটসম্যানদের।’