ম্যান অব দ্য টুর্নামেন্ট রাসেলই
কোয়ালিফায়ারের আগেও তার নাম ম্যান অব দ্য টুর্নামেন্টের দৌড়ে খুব আলোচনায় ছিল না। চোটের জন্য বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। তবে শেষ দুই ম্যাচে ব্যাটে-বলে অবদান রেখে শেষ পর্যন্ত টুর্নামেন্টসেরার পুরস্কার পেয়েছেন আন্দ্রে রাসেল।
ব্যাট হাতে মুশফিকুর রহিম, রাইলি রুশো, লিটন দাস, ডেভিড মালান দারুণ করেছেন। বল হাতে মোহাম্মদ আমির ও মোস্তাফিজুর রহমানের সঙ্গে আলোচনায় ছিলেন রবি ফ্রাইলিংক, শহীদুলরা। সৌম্য সরকারের ছিল বলার মতো অলরাউন্ড পারফরম্যান্স। শেষ পর্যন্ত ২২৫ রান ও ১৪ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হলেন রাসেলই। বিপিএলের ইতিহাসে এই প্রথম ট্রফি উঠল কোনো বিদেশী অধিনায়কের কাছেও।
প্রিয় প্যাভিলিয়ন পাঠক,
কোভিড-১৯ মহামারি বিশ্বের আরও অনেক কিছুর মতো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্রীড়াঙ্গনকে। পরিবর্তিত এই পরিস্থিতিতে নতুন এক সংকটের মুখোমুখি হয়েছি আমরাও। প্যাভিলিয়নের নিয়মিত পাঠক এবং শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের পাশে এসে দাঁড়ানোর। আপনার ছোট বা বড় যেকোনো রকম আর্থিক অনুদান আমাদের এই কঠিন সময়ে মূল্যবান অবদান রাখবে।
ধন্যবাদান্তে,
প্যাভিলিয়ন
- 0 মন্তব্য