• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    মেসি, দিবালা, আগুয়েরোদের নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড

    মেসি, দিবালা, আগুয়েরোদের নিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড    

    বিশ্বকাপ বাছাইয়ে ইকুয়েডর ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসি, পাউলো দিবালা, সার্জিও আগুয়েরোদের সবাই আছেন দলে। চমক হয়ে এসেছে ব্রাইটনের অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের সংযোজন। এর আগেও অবশ্য আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে খেলেছেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড। তবে এবার আর্জেন্টিনার হয়ে অলিম্পিক বাছাইপর্বে নজর কেড়েছিলেন তিনি। 

    ২৬ মার্চ লা বোম্বোনেরায় ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২২ বিশ্বকাপ বাছাই পর্ব শুরু করবে আর্জেন্টিনা। এর ৩১ মার্চ বলিভিয়ার বিপক্ষে লা আলবিসেলেস্তেরা খেলবে বলিভিয়ার বিপক্ষে। কোপা আমেরিকার তৃতীয়স্থান নির্ধারনী ম্যাচে লাল কার্ড দেখায় ইকুয়েডরের বিপক্ষে মেসির খেলা হবে না। এক ম্যাচ নিষেধাজ্ঞায় কাটিয়ে বলিভিয়ার বিপক্ষে ফেরার কথা তার।  

    আর্জেন্টিনা দলে এবারও জায়গা হয়নি পিএসজির হয়ে এখন পর্যন্ত ২০ গোল করা মাউরো ইকার্দির। অ্যানহেল ডি মারিয়াওকে বিবেচনা করেননি কোচ। 

    আর্জেন্টিনা স্কোয়াড 
    গোলরক্ষক 

    হুয়ান মুসো (উদিনেসে) (ডাক পাবেন আরও)

    ডিফেন্ডার 
    নেহুয়েন পেরেজ (এফসি ফামালিকাও), নিকোলাস অটামেন্ডি (ম্যান সিটি), রেনজো সারাভিয়া (ইন্টারন্যাসিওনাল), জার্মান পেতজেলা (ফিওরেন্টিনা), নিকোলাস টালিয়াফিকো (আয়াক্স), লিওনার্দো বালের্দি (বরুশিয়া ডর্টমুন্ড)  

     

    মিডফিল্ডার 
    গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), এক্সিকুয়েল পালাসিওস (বেয়ার লেভারকুসেন), 
    রদ্রিগো ডি পল (উদিনেসে), মার্কোস আকুনিয়া (স্পোর্টিং সিপি), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), নিকোলাস ডমিঙ্গুয়েজ (বোলোনিয়া), জিওভানি লো সেলসো (টটেনহাম) 

    ফরোয়ার্ড 
    লিওনেল মেসি (বার্সেলোনা), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি), পাউলো দিবালা (জুভেন্টাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), লুকাস ওকাম্পোস (সেভিয়া), লুকাস আলারিও (লেভারকুসেন), নিকোলাস গঞ্জালেজ (স্টুটগার্ট), অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার (ব্রাইটন)