• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    এবার করোনায় আক্রান্ত আর্সেনাল কোচ আর্টেটা

    এবার করোনায় আক্রান্ত আর্সেনাল কোচ আর্টেটা    

    আর্সেনাল কোচ মিকেল আর্টেটা করোনায় আক্রান্ত হয়েছেন। লন্ডনে বৃহস্পতিবার আর্টেটার স্বাস্থ্য পরীক্ষার পর করোনা পজিটিভ হয়েছেন আর্টেটা। এর পর পুরো আর্সেনাল দল চলে গেছে হোম কোয়ারেন্টিনে। সব মিলিয়ে আর্সেনালের সঙ্গে যুক্ত ১০০ জন আপাতত ১৪ দিনের গৃহবন্দী অবস্থায় থাকবেবলে জানিয়েছেন গার্ডিয়ান।

    ৩৭ বছর বয়সী আর্টেটা এক বিবৃতিতে বলেছেন, "এটা খুবই দুঃখজনক। শরীরের অবস্থা খারাপ হওয়ায় আমি পরীক্ষা করিয়েছিলাম। ক্লাব আমাকে যখন অনুমতি দেবে তখন থেকেই আবার কাজে ফিরতে পারব।"


    আর্টেটার করোনায় আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর ব্রাইটন বিবৃতিতে দিয়ে তাদের আর্সেনালের বিপক্ষে ম্যাচটি স্থগিত করেছে। প্রিমিয়ার লিগে শনিবার দুইদলের মুখোমুখি হওয়ার কথা ছিল। এর আগে লেস্টার সিটি কোচ ব্রেন্ডন রজার্স তার দলের ৩ জন খেলোয়াড় কোয়ারেন্টিনে থাকার কথা জানিয়েছিলেন। আর চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদের ম্যাচটিও স্থগিত ঘোষণা হয়েছে একই দিনে।

    সিরি আ, লা লিগা বন্ধ হলেও প্রিমিয়ার লিগে এখনও খেলা স্থগিত করার সিদ্ধান্ত আসেনি। এখনও পর্যন্ত কোনো ম্যাচ ফাঁকা মাঠেও অনুষ্ঠিত হয়নি। গেল সপ্তাহে ম্যান সিটি তাদের আর্সেনালের বিপক্ষে ম্যাচ স্থগিত করেছিল। এর পর এই নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো ম্যাচের স্থগিতাদের আসলো প্রিমিয়ার লিগ থেকে। বাকি সব দেশ যখন নিজেদের গুটিয়ে নিচ্ছে এমন সময় ইংল্যান্ডে তাই ফুটবল চলছে আগের মতোই। সে সিদ্ধান্ত সমালোচিতও হচ্ছে বেশ। এখন আর্টেটার করোনা আক্রান্তের খবরের বড় প্রভাব পড়তে পারে পুরো পরিস্থিতির ওপর। ব্রিটিশ মিডিয়ার খবর অনুযায়ী, প্রিমিয়ার লিগের ২০ ক্লাব মিলে শুক্রবার জরুরী বৈঠকের পর নতুন সিদ্ধান্তে আসতে পারে তারা।