অ্যানফিল্ডে ফিরে লিভারপুল জানালো যুক্তরাষ্ট্রের প্রতিবাদের সঙ্গে আছে তারাও
অ্যানফিল্ডের মাঝবৃত্তে লিভারপুলের সবাই। মোহামেদ সালাহ-ভার্জিল ভ্যান ডাইকরা হাঁটু গেড়ে বসে ছবি তুললেন ফাঁকা মাঠেই। উদ্দেশ্য একটাই, যুক্তরাষ্ট্রে পুলিশি পাহারায় নিহত জর্জ ফ্লয়েডের হত্যার বিচারে একাত্মতা জানানো। যুক্তরাষ্ট্রের ঘটনা গত কয়েকদিনে ছুঁয়ে গেছে ফুটবলকেও।
বিবিসি বলছে খেলোয়াড়রা নিজেরাই ছবি তোলার অনুরোধ করেছিলেন। পরে ওই ছবি পোস্ট করা হয়েছে ক্লাবটির সামাজিক যোগাযোগ মাধ্যমে। ক্যাপশনে লেখা হয়েছে, "একতাই বল"।
২৫ মে মিনোপোলিসে পুলিশ অফিসার ডেরেক চুভিনের হাতে গ্রেপ্তার হওয়ার পর নিহত হন ৪৬ বছর বয়সী ফ্লয়েড। নিরস্ত্র ফ্লয়েডকে রাস্তায় ফেলে তার ওপর হাঁটু গেড়ে বসেছিলেন ওই পুলিশ অফিসার। শেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ ফ্লয়েড নিহত হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ। লিভারপুল ফুটবলাররা মূলত সেই প্রতিবাদের সঙ্গেই একাত্মতা ঘোষণা করেছেন।
এর আগে জার্মান বুন্দেসলিগায়ও বেশ কয়েকজন ফুটবলার ম্যাচ চলাকালীন ফ্লয়েড হত্যার বিচারে নিজেদের দাবি জানিয়েছেন। জেডন সানচো, আশরাফ হাকিমিরা গোলের পর উদযাপনও করেছেন "জাস্টিস ফর ফ্লয়েড" লেখা টিশার্ট দেখিয়ে।