• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    দলীয় অনুশীলনে ফিরলেন চেলসির কান্তে

    দলীয় অনুশীলনে ফিরলেন চেলসির কান্তে    

    করোনার ভয় কাটিয়ে অনুশীলনে ফিরলেন চেলসির মিডফিল্ডার এনগোলো কান্তে। বেশ কিছুদিন দল থেকে আলাদা হয়ে এককভাবে অনুশীলন করছিলেন কান্তে। মূলত করোনার মাঝে ‘ফুল-কন্টাক্ট’ অনুশীলনে নিরাপদবোধ না করাতেই এতোদিন পৃথকভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন তিনি।

     


    করোনার মাঝেই মাসখানেক আগে চেলসি যখন অনুশীলন শুরু করে তখন দলের সঙ্গে প্রথম দিন অংশ নিয়েছিলেন কান্তে। তবে এরপরই এভাবে দলীয় অনুশীলনে নিতে অপারগতা জানিয়ে কোচ এবং ক্লাবের কাছ থেকে ছুটি চান তিনি। তার অস্বস্তির বিষয়টি বুঝতে পেরে ক্লাবও তৎক্ষণাৎ তাকে ছুটি দিয়েছিল। ছুটি থেকে ফিরে চেলসির কোবহ্যাম ট্রেনিং সেন্টারে এককভাবে অনুশীলন করছিলেন তিনি। তবে প্রিমিয়ার লিগ আবারও মাঠে গড়ানোর সপ্তাহখানেক আগে দলীয় অনুশীলনে ফিরলেন এই বিশ্বকাপজয়ী ফ্রেঞ্চ মিডফিল্ডার।

    চেলসি এক বিবৃতি দিয়ে কান্তের দলীয় অনুশীলনে ফেরার বিষয়টি নিশ্চিত করেছে, “দলের সাথে স্কিল ট্রেনিংয়ে যোগ দিয়েছেন কান্তে। অনুশীলনে তাকে বেশ তীক্ষ্ণ মনে হয়েছে। সতীর্থদের সঙ্গে ড্রিলের সময় দারুণ এক শটে জালও খুঁজে পেয়েছেন তিনি।”

    প্রিমিয়ার লিগে চেলসি এখন চতুর্থ অবস্থানে রয়েছে। এই মৌসুমে চেলসির আরও ৯ টি ম্যাচ বাকি রয়েছে।