• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পাঁচ বদলির নিয়ম থেকে সরে এলো প্রিমিয়ার লিগ

    পাঁচ বদলির নিয়ম থেকে সরে এলো প্রিমিয়ার লিগ    

    করোনা পরবর্তী সময়ে ইংলিশ লিগে পাঁচ বদলির নিয়ম চালু হয়েছিল। ইউরোপের অন্য লিগও সেই পথে হেঁটেছিল। তবে নতুন মৌসুমে বদলে যাচ্ছে নিয়মটা। আগের মতোই আবার তিন বদলির নিয়মই থাকছে লিগে।

    করোনার পর খেলোয়াড়দের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনা করে পাঁচ বদলির নিয়ম চালু করেছিল প্রিমিয়ার লিগ। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলশার প্রথম এক ম্যাচে একসাথে পাঁচ বদলি করেছিলেন। তবে নিয়ম ছিল, পাঁচজন বদলি তিন বারের বেশি করা যাবে না। নতুন মৌসুমেও নিয়মটা থেকে যেতে পারে, এরকম খবর দিয়েছিল ব্রিটিশ গণমাধ্যম।

    তবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর এক বৈঠকে সেই সিদ্ধান্ত টেকেনি। ২০টির মধ্যে ১১টি ক্লাব তিন বদলির পক্ষে ভোট দিয়েছে। ই নিয়ম বড় ক্লাবগুলোকে বাড়তি সুবিধা দিতে পারে এমন ভাবা হচ্ছিল। ফিফা অবশ্য ২০২১ মৌসুম পর্যন্ত অন্য লিগগুলোর জন্য এই নিয়ম চালু রাখার অনুমতি দিয়েছে।