• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    লিভারপুল-লিডস দিয়ে শুরু প্রিমিয়ার লিগ, দেরিতে শুরু করবে ম্যানচেস্টারের দুই ক্লাব

    লিভারপুল-লিডস দিয়ে শুরু প্রিমিয়ার লিগ, দেরিতে শুরু করবে ম্যানচেস্টারের দুই ক্লাব    

    ঘোষণা করা হয়েছে প্রিমিয়ার লিগের ২০২০-২১ মৌসুমের সূচি। ১২ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এবারের মৌসুম, প্রথম দিনেই মার্সেলো বিয়েলসার নবাগত লিডস ইউনাইটেডের মুখোমুখি শিরোপাজয়ী লিভারপুল। সেদিনই ফুলহাম খেলবে আর্সেনালের সঙ্গে, আর টটেনহামের মুখোমুখি এভারটন। দুই দিন পর মাঠে নামবে চেলসি, তাদের প্রতিপক্ষ ব্রাইটন। 

    তবে প্রথম সপ্তাহে ম্যানচেস্টারের দুই ক্লাবের খেলা থাকছে না। বার্নলির প্রতিপক্ষ ছিল ম্যান ইউনাইটেড আর ম্যান সিটির খেলার কথা ছিল অ্যাস্টন ভিলার সঙ্গে। কিন্তু সিটির চ্যাম্পিয়নস লিগ আর ইউনাইটেডের ইউরোপা লিগের যাত্রার জন্য বিশ্রাম দিতে হওয়ায় দুইটি ম্যাচ আপাতত পিছিয়ে গেছে। সেটার তারিখ এখনো জানায়নি ইপিএল কর্তৃপক্ষ।  

    ১২ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২৩ মে শেষ হবে এবারের লিগ।