• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    চীনে এই মৌসুমে দেখা যাবে না প্রিমিয়ার লিগ?

    চীনে এই মৌসুমে দেখা যাবে না প্রিমিয়ার লিগ?    

    চীনে প্রিমিয়ার লিগের সম্প্রচার স্বত্বধারী পিপিটিভির সঙ্গে চুক্তি বাতিল করেছে লিগ কর্তৃপক্ষ। পিপিটিভির মালিক প্রতিষ্ঠান সুনিং হোল্ডিংস গত মার্চে প্রিমিয়ার লিগের প্রাপ্য ১৬০ মিলিয়ন ডলার আটকে দিয়েছে। আর এতে করে পিপিটিভির সঙ্গে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছে প্রিমিয়ার লিগ।


    বৃহস্পতিবার এক বিবৃতিতে চুক্তি বাতিলের বিষয়টি নিশ্চিত করে প্রিমিয়ার লিগ, “চীনে প্রিমিয়ার লিগ সম্প্রচারের জন্য যে প্রতিষ্ঠানের সঙ্গে প্রিমিয়ার লিগের চুক্তি ছিল, সেই চুক্তি বাতিল করা হয়েছে। প্রিমিয়ার লিগ এই মুহূর্তে এই বিষয় নিয়ে আর কোনো মন্তব্য করতে চায় না।”

    ইভিনিং স্ট্যান্ডার্ডের তথ্যমতে, প্রিমিয়ার লিগের সব সম্প্রচার চুক্তিগুলোর চীনে সম্প্রচারের চুক্তিটিই সবচেয়ে লাভজনক ছিল। ২০১৯-২২ পর্যন্ত ৫০০ মিলিয়ন ডলারে প্রিমিয়ার লিগের স্বত্ব কিনে নিয়েছিল সুনিং হোল্ডিংস।

    করোনার কারণে এমনিতেই প্রিমিয়ার লিগ ক্লাবগুলো অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই চুক্তি বাতিলের আর্থিক ক্ষতি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।