• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    করোনায় আক্রান্ত ম্যান সিটির লাপোর্তে-মাহরেজ

    করোনায় আক্রান্ত ম্যান সিটির লাপোর্তে-মাহরেজ    

    করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে এবং মিডফিল্ডার রিয়াদ মাহরেজ। ক্লাবের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, তারা দুজনই এখন স্কোয়াডের থেকে আলাদা হয়ে সেলফ-আইসোলেশনে রয়েছেন।


    ক্লাবের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, “রিয়াদ মাহরেজ এবং আয়েমেরিক লাপোর্তে করোনায় আক্রান্ত হয়েছেন। প্রিমিয়ার লিগ এবং যুক্তরাজ্য সরকারের প্রটোকল অনুযায়ী তারা দুজনই এখন সেলফ-আইসোলেশনে রয়েছেন। এখন তাদের কারও মাঝে কোনো লক্ষণ দেখা দেয়নি।”

    ১২ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রিমিয়ার লিগ। তবে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে অংশ নেওয়ায় নতুন মৌসুম শুরুর আগে কিছুদিন বেশি বিরতি পাচ্ছে পেপ গার্দিওলার দল। ২২ সেপ্টেম্বর উলভসের বিপক্ষে লিগে প্রথম ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটি। তার আগে সেরে উঠলে প্রথম ম্যাচের আগে স্কোয়াডে দেখা যেতে পারে দুজনকেই।