হোটেলে নারী অতিথি ডেকে আনায় ইংল্যান্ড দল থেকে বাদ ফোডেন-গ্রিনউড
আইসল্যান্ডের বিপক্ষে দুইদিন আগেই ইংল্যান্ডের জার্সিতে অভিষেক হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাসন গ্রিনউড ও ম্যান সিটির ফিল ফোডেনের। তবে দলে আসতে না আসতেই বিতর্কে জড়ালেন দুজন। আইসল্যান্ডের হোটেলে থাকাকালীন নারী অতিথি নিয়ে এসেছিলেন, এমন অভিযোগ আসার পর আপাতত কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গের জন্য বাদ দেওয়া হয়েছে ফোডেন ও গ্রিনউডকে।
আইসল্যান্ডের মিডিয়া গতকাল জানিয়েছিল, গ্রিনউড ও ফোডেন হোটেলে নারী অতিথি নিয়ে এসেছিলেন। করোনার সময় দলগুলো যখন বিশেষভাবে কোয়ারেন্টিনের নিয়ম মেনে চলছে, এই নিয়ম ভঙ্গের জন্য দুজনকে দল থেকে সাথে সাথেই বাদ দেওয়া হয়েছে। কোপেনহেগেনে কাল ডেনমার্কের সঙ্গে খেলার কথা ছিল তাদের, তবে আপাতত সেটা আর হচ্ছে না। এ নিয়ে ইংল্যান্ডের কোচ গ্যারেথ সাউথগেট বা অন্য কেউ এখন পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি।
ম্যান ইউনাইটেডের হয়ে দারুণ একটা মৌসুম কাটানোর পর টিনএজার গ্রিনউড জাতীয় দলে সুযোগ পান। সিটির ফোডেনও এই মৌসুমে গার্দিওলার পরিকল্পনায় আছেন।