• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    পিএফএর বর্ষসেরা ডি ব্রুইন, সেরা তরুণ আলেকজান্ডা্র-আরনল্ড

    পিএফএর বর্ষসেরা ডি ব্রুইন, সেরা তরুণ আলেকজান্ডা্র-আরনল্ড    

    দলকে শিরোপা জেতাতে পারেননি, তবে নিজে স্বপ্নের মতো একটা মৌসুম কাটিয়েছেন। প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের ভোটে পিএফএ বর্ষসেরা ফুটবলারও হয়েছেন ম্যান সিটির কেভিন ডি ব্রুইন। আর বর্ষসেরা তরুণ হয়েছেন লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আরনল্ড। 

    ফুটবল লেখকদের ভোটে সেরা হয়েছিলেন লিভারপুলের জর্ডান হেন্ডারসন। তবে প্রিমিয়ার লিগের সবচেয়ে মর্দাদাপূর্ণ পুরস্কারটা পেলেন ডি ব্রুইন। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ৪৮ ম্যাচ খেলে ১৬টি গোল করেছেন ও ২৩টি গোল গোল করিয়েছেন সিটির এই মিডফিল্ডার। এই প্রথম ম্যান সিটির কেউ এই পুরস্কার পেলেন। গত দুই মৌসুমে পেয়েছিলেন লিভারপুলের ভ্যান ডাইক ও মো সালাহ। 

    অন্যদিকে সেরা তরুণের পুরস্কার জিতেছেন লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড। দাতব্য কাজের জন্য বিশেষ পুরস্কার পেয়েছেন মার্কাস রাশফোর্ড। আর বছরের সেরা একাদশটা এরকম- নিক পোপ (বার্নলি), আলেকজান্ডার-আরনল্ড, ভার্জিল ভ্যান ডাইক, অ্যান্ড্রু রবার্টসন (লিভারপুল), কাগলার সয়ুঞ্চু (লেস্টার), হেন্ডারসন (লিভারপুল), ডি ব্রুইন, ডেভিড সিলভা (সিটি), সাদিও মানে (লিভারপুল), পিয়েরে এমেরিক অবামেয়াং (আর্সেনাল), জেমি ভার্ডি (লেস্টার)।