আগুয়েরোর পর চোট নিয়ে ছিটকে গেছেন জেসুসও
চোটের কারণে মৌসুম শুরুর আগে থেকেই মাঠের বাইরে আছেন ম্যান সিটির মূল স্ট্রাইকার সার্জিও আগুয়েরো। এবার দলের আরেক স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসও চোটগ্রস্ত হয়েছেন। পায়ের চোট নিয়ে প্রায় এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেছেন এই ব্রাজিলিয়ান।
কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে বোর্নমাউথের বিপক্ষেও খেলেননি জেসুস। চোটের কারণে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দল থেকেও নাম কাটা পড়েছে তার। সোমবার প্রিমিয়ার লিগে ম্যান সিটির প্রথম ম্যাচে উলভসের বিপক্ষে খেলার সময়ই চোটে পড়েন তিনি। সেই ম্যাচের অতিরিক্ত সময়ে একটি গোলও করেছিলেন তিনি।
রবিবারে লেস্টার সিটির বিপক্ষে ম্যাচের আগে তাই স্ট্রাইকারশূন্য হয়ে পড়েছেন পেপ গার্দিওলা। কারাবাও কাপে ম্যান সিটির হয়ে অভিষিক্ত ১৭ বছর বয়সী লিয়াম ডেলাপকে এই ম্যাচে একাদশে দেখা যেতে পারে বলে ধারণা করছেন অনেকে। বোর্নমাউথের বিপক্ষে অভিষেকেই গোল করে বেশ প্রশংসা কুড়িয়েছেন এই ফরোয়ার্ড।