• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপ বাছাই : ব্রাজিল, আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন?

    বিশ্বকাপ বাছাই : ব্রাজিল, আর্জেন্টিনার ম্যাচ কবে, কখন?    

    বিশ্বকাপ ২০২২ এর জন্য দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব শুরু হচ্ছে শুক্রবার থেকে। প্রথমদিনই মাঠে নামবে আর্জেন্টিনা। গতবার ইকুয়েডরের বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচ জিতে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করা আর্জেন্টিনা এবারের বাছাইপর্ব শুরুর করবে সেই ইকুয়েডেররের বিপক্ষে ম্যাচ দিয়ে। ব্রাজিল মাঠে নামবে এর পরদিন, প্রথম ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ বলিভিয়া।


    আন্তজার্তিক বিরতির এই উইন্ডোতে বাছাইপর্বে দুইটি করে ম্যাচ খেলবে ব্রাজিল, আর্জেন্টিনা দুইদলই। দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বলিভিয়া আর ব্রাজিলের পেরু।

    আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াড থেকে চোটের কারণে বাদ পড়েছেন জিওভানি লো সেলসো ও হুয়ান মুসো। চোট আছে ব্রাজিল স্কোয়াডেও। অ্যালিসন আর গ্যাব্রিয়েল জেসুস- দুইজনই বাদ পড়েছেন স্কোয়াড থেকে।


    আর্জেন্টিনা স্কোয়াড


    গোলরক্ষক
    এমিলানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), ফ্রাঙ্কো আর্মানি (রিভার প্লেট), স্টিভেন আন্দ্রাদা (বোকা (জুনিয়র্স)


    ডিফেন্ডার 
    নেহুয়েন পেরেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), নিকোলাস অটামেন্ডি (বেনফিকা), হুয়ান ফয়েথ (ভিয়ারিয়াল),  মার্কোস আকুনিয়া (সেভিয়া), নিকোলাস টালিয়াফিকো (আয়াক্স), ফাকুন্দো মেদিনা (লঁ), লুকাস মার্টিনেজ (রিভার প্লেট), গঞ্জালো মন্তিয়েল (রিভারপ্লেট) 

    মিডফিল্ডার
    গুইদো রদ্রিগেজ (রিয়াল বেটিস), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড),  রদ্রিগো ডি পল (উদিনেসে), লিয়ান্দ্রো পারেদেস (পিএসজি), নিকোলাস ডমিঙ্গুয়েজ (বোলোনিয়া), আলেহান্দ্রো গোমেজ (আটালান্টা), এক্সিকুয়েল পালাসিওস (লেভারকুসেন) 

    ফরোয়ার্ড
    লিওনেল মেসি (বার্সেলোনা), পাউলো দিবালা (জুভেন্টাস), লাউতারো মার্টিনেজ (ইন্টার মিলান), হুয়াকিন কোরেয়া (লাৎসিও), লুকাস ওকাম্পোস (সেভিয়া), এদুয়ার্দো সালভিও (বোকা জুনিয়র্স), জিওভানি সিমিওনে (ক্যালিয়ারি), ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), লুকাস আলারিও (লেভারকুসেন) 

     


    ব্রাজিল স্কোয়াড


    গোলরক্ষক

    এডারসন (ম্যান সিটি), সান্তোস (আথলেতিকো পারানায়েজ), ওয়েভারটন (পালমেইরাস)

    ডিফেন্ডার

    দানিলো (জুভেন্টাস), গ্যাব্রিয়েল মেনিনো (পালমেইরাস), অ্যালেক্স তেলেস (পোর্তো), রেনান লোদি (আতলেতিকো মাদ্রিদ), থিয়াগো সিলভা (চেলসি), মার্কুইনোস (পিএসজি), ফেলিপে (অ্যাতলেটিকো মাদ্রিদ)। রদ্রিগো কাইয়ো (ফ্লামেঙ্গো)

    মিডফিল্ডার

    কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিও (লিভারপুল), ব্রুনো গিমারেস (লিঁও), দগলাস লুইজ (অ্যাস্টন ভিলা), ফিলিপ কুতিনিও (বার্সেলোনা), এভারটন রিবেইরো (ফ্লামেঙ্গো)

    ফরোয়ার্ড

    নেইমার (পিএসজি), গ্যাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), এভারটন (বেনফিকা), রবার্তো ফিরমিনো (লিভারপুল), ম্যাথিয়াস কুনহা (হার্থা বার্লিন)