• ইংলিশ প্রিমিয়ার লিগ
  • " />

     

    আরও একজন ডিফেন্ডার হারাল লিভারপুল

    আরও একজন ডিফেন্ডার হারাল লিভারপুল    

    আরও একজন ডিফেন্ডার হারাল লিভারপুল। এবার চোটে পরেছেন সেন্ট্রাল ডিফেন্ডার জো গোমেজ। ইংল্যান্ডের হয়ে অনুশীলন করার সময় হাঁটুর চোটে পরেছেন গোমেজ। তবে তার চোট কতটা গুরুতর, সেটা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। 

    গত সপ্তাহেই সিটির সঙ্গে ম্যাচে মাতিপের সঙ্গে লিভারপুলের রক্ষণ সামলেছেন গোমেজ। এরপর ইংল্যান্ডের অনুশীলনে যোগ দিয়েছিলেন, সেখানেই পেয়েছেন চোট। এখনই কদিনের জন্য ছিটকে গেছেন জানা না গেলেও ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট স্বীকার করেছেন, চোটটা দীর্ঘ মেয়াদি হতে পারে। 

    সেটা হলে বড় একটা আঘাতই হবে লিভারপুলের জন্য। লিগামেন্টের চোটে ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইককে অনেক দিনের জন্য হারিয়ে ফেলেছেন ইয়ুর্গেন ক্লপ। মেকশিফট ডিফেন্ডার ফাবিনহোও ইনজুরড আগে থেকেই। সিটির বিপক্ষে কাফ মাসলের চোট নিয়ে মাঠ ছেড়েছেন ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড, ধারণা করা হচ্ছে ছিটকে যাবেন চার সপ্তাহের জন্য। এখন গোমেজও না থাকায় স্বীকৃত সেন্ট্রাল ডিফেন্ডারের মধ্যে মাতিপ ছাড়া ফিট আছেন কেবল দুই তরুণ নেট ফিলিপ্স ও রিজ উইলিয়ামস। এখন হেন্ডারসন, রবার্টসন বা মিলনারদের কাউকে ডিফেন্সে খেলাতে হতে পারে ক্লপকে।