• বাংলাদেশের শ্রীলঙ্কা সফর ২০২১
  • " />

     

    দ্বিতীয় দিন লিটনের ফিফটি, মিরাজের ৩ উইকেট

    দ্বিতীয় দিন লিটনের ফিফটি, মিরাজের ৩ উইকেট    

    প্রথম দিনের পুরোটাই ছিল ব্যাটসম্যানদের, দ্বিতীয় দিনটা সেক্ষেত্রে হলো স্পিনারদেরও। লিটন দাসের ফিফটি, সঙ্গে মেহেদি হাসান মিরাজের ৪ উইকেটে শেষ হয়েছে শ্রীলঙ্কায় বাংলাদেশের আন্তঃস্কোয়াড প্রস্তুতি ম্যাচ। 

    আগেরদিন ৬ উইকেটে ৭৯.৪ ওভারে ৩০৪ রান তুলেছিল তামিম ইকবালের দল, এদিন ৭১ ওভারে ২২১ রান করেছে মুমিনুল হকের গ্রিন। দুই দফা ব্যাটিং করেছেন লিটন দাস, প্রথমে ওপেনিংয়ে নেমে ২৭ রান করে স্বেচ্ছায় উঠে যাওয়ার পর পরেরদফা নেমেছিলেন সাতে। সেখানে করেছেন ৬৪, ইনিংসের সর্বোচ্চ রান তারই। 

    মুমিনুল হক করেছেন ৪৭, অবশ্য প্রথমদফা তিনি ফিরেছিলেন শূন্যতেই। এরপর মোহাম্মদ মিঠুন করেছেন ২৭ রান। 
     


    ৪১ রানে ৩ উইকেট নিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তাইজুল ইসলাম ১ উইকেট নিয়েছেন ৩০ রানে। আবু জায়েদ রাহি ১ উইকেট নিতে খরচ করেছেন ২৮ রান। 

    আগেরদিন কতুনায়েকের প্রস্তুতি ম্যাচে ফিফটি পেয়েছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত। ২১ এপ্রিল পাল্লেকেলেতে প্রথম টেস্টের আগে বাংলাদেশের একমাত্র প্রস্তুতি ম্যাচ এটিই। 

    ২১ জনের প্রাথমিক স্কোয়াড নিয়ে শ্রীলঙ্কায় যাওয়া বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়নি এখনও। এ প্রস্তুতি ম্যাচের পরই দেওয়ার কথা সেটি। স্কোয়াড ঘোষণা করেনি শ্রীলঙ্কাও। 

    কোভিড-১৯ বিরতির পর বাংলাদেশের প্রথম অ্যাওয়ে টেস্ট সিরিজ হতে যাচ্ছে এটি।