• বিশ্বকাপ বাছাই
  • " />

     

    বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের ২৪ সদস্যের দল ঘোষণা

    বিশ্বকাপ বাছাইপর্বের জন্য ব্রাজিলের ২৪ সদস্যের দল ঘোষণা    

    জুনে অনুষ্ঠিতব্য লাতিন আমেরিকার বিশ্বকাপ ২০২২ বাছাইপর্বের জন্য ঘোষিত হয়েছে ব্রাজিলের ২৪ সদস্যের প্রাথমিক দল। ৩ জুন ইকুয়েডর আর ৮ জুন প্যারাগুয়ের বিপক্ষে ব্রাজিল খেলবে ম্যাচ দুইটি। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকা অঞ্চলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ৪ জয় নিয়ে সবার ওপরে আছে ব্রাজিল (১২ পয়েন্ট)।

    ব্রাজিল কোচ তিতের ঘোষিত এই প্রাথমিক দলে রয়েছে নেইমার, ফিরমিনো, আলিসন বেকার, থিয়াগো সিলভা, দানি আলভেস, কাসেমিরো, ভিনিসিয়াস সহ পরিচিত সব মুখই। বাছাইপর্বের ম্যাচ দুইটির পর অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার আসর। যদিও করোনাভাইরাস মহামারির জন্য আর্জেন্টিনা ও কলম্বিয়ায় ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসর এখনও অনিশ্চিত।


    ব্রাজিলের ২৪ সদস্যের প্রাথমিক দল 

    কোচ: তিতে

    স্কোয়াড:

    আলিসন বেকার, এডারসন, উইভারটন

    দানি আলভেস, দানিলো, আলেক্স সানদ্রো, রেনান লোদি, এডার মিলিতাও, লুকাস ভেরিসিমো, মারকিনিওস, থিয়াগো সিলভা

    কাসেমিরো, ডগলাস লুইজ, রিবেইরো, ফাবিনহো, ফ্রেড, লুকাস পাকুয়েতা

    এভারটন, ফিরমিনো, গ্যাব্রিয়েল বারবোসা, গ্যাব্রিয়েল জেসুস, নেইমার, রিকার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র