• Other
 • " />

   

  আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা

  আর্জেন্টিনায় হচ্ছে না কোপা আমেরিকা    

  আর্জেন্টিনায় হচ্ছে না এবারের কোপা আমেরিকা। আজ কনমেবল নিশ্চিত করেছে খবরটা। টুর্নামেন্ট শুরুর ১৩ দিন আগে কোপার ভেন্যু এখনো ঠিক হয়নি, টুর্নামেন্ট নিয়েই এখন অনিশ্চয়তা। তবে কনমেবল জানিয়েছে, তারা বিকল্প ভেন্যু হিসেবে চিলি, প্যারাগুয়ে ও যুক্তরাষ্ট্রের কথা বিবেচনা করছে। 

  শুরুতে এবারের কোপা হওয়ার কথা ছিল কলম্বিয়া ও আর্জেন্টিনায়। রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুদিন আগে কলম্বিয়া ভেন্যু হিসেবে বাতিল হয়ে যায়। এরপর শুধু আর্জেন্টিনাতেই হওয়ার কথা ছিল। কিন্তু সেখানে কোভিড পরিস্থিতি দ্রুত খারাপ হতে থাকে। এই মাসে ঘরোয়া ফুটবল লিগের সব ম্যাচও বাতিল করে দেওয়া হয়। শেষ পর্যন্ত সেখানে আর কোপাই হচ্ছে না।   তবে টুর্নামেন্ট ১৩ দিন আগে নতুন ভেন্যু কোথায় হবে, সেটা এখন ঠিক করছে কনমেবল। যুক্তরাষ্ট্র জানিয়েছিল, তারা নিজেরা আয়োজন করতে প্রস্তুত। তবে কনমেবল এখনো দক্ষিণ আমেরিকাতে রাখতে চাইছে কোপা, সেই হিসেবে চিলি ও প্যারাগুয়ের নাম আছে আলোচনায়।

  ১৩ জুন থেকে শুরু হওয়ার কথা এবারের কোপা।