টি-টোয়েন্টিতে সাকিবের ইতিহাস গড়া ডাবল
সিরিজ শুরুর আগে দরকার ছিল ৫ উইকেট। শেষ ম্যাচের আগে ছিল ২ উইকেট। সাকিব আল হাসান সেটা করে ফেললেন তো বটেই, পরে নিলেন আরও দুইটি। সেই সঙ্গে ইতিহাস গড়লেন একটি। টি-টোয়েন্টিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ উইকেট ও ১০০০ রানের ডাবল হলো তার।
টি-টোয়েন্টিতে ১০০০ রান সাকিবের হয়ে গিয়েছিল আগেই। অপেক্ষা ছিল ১০০ উইকেটের জন্য। শুধু ১০০ উইকেটই ছিল দারুণ একটা অর্জন। এর আগে যে কীর্তি ছিল শুধু লাসিথ মালিঙ্গার। সেই অর্জন হয়ে গেল সাকিবের, সেই সঙ্গে হয়ে গেল অনন্য এক ডাবলও।